বাংলা হান্ট ডেস্ক: 2021 এর বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। এবারের নির্বাচনী হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচারের কাজ শুরু করে দিয়েছে।
আজ দুর্গাপুরে চায়ে পে কর্মসূচিতে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে অনুব্রত মণ্ডল সহ বাকি তৃণমূল নেতাদের ভাইরাসের সঙ্গে তুলনা করে সায়ন্তন বসু।
তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলের মতন অনেক ভাইরাসের ব্যবস্থা আমরা বিভিন্ন রাজ্যে করেছি। এর আগেও করেছি এরপরও করবো। আর ছটা মাস অপেক্ষা করুন। করোনার ভ্যাকসিন যেমন বেরোচ্ছে তেমন অনুব্রত ভাইরাসের ভ্যাকসিনও কয়েকদিনের মধ্যেই বেরোবে।
তিনি আরও বলেন,’তাদের জন্য বিনামূল্যে সিবিআই ও ইডি ভ্যাকসিন বানাচ্ছে। বানানোর পরে তাদের ওপরে ভ্যাকসিন গুলো প্রয়োগ করা হবে। তখন এইসব অনুব্রত মণ্ডল জাতীয় কয়েকশো ভাইরাস আমাদের রাজ্যে আছে সেগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। নির্মূল হয়ে যাবে। যদিও অনুব্রত মণ্ডল বা তৃণমূলের অন্যান্য কোন নেতার তরফে এখনো সায়ন্তন বসুর এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।