অনুব্রত সহ বাকি তৃণমূল নেতারা ভাইরাস, ওদের জন্য ভ্যাকসিন বানাচ্ছে CBI ED: সায়ন্তন বসু

বাংলা হান্ট ডেস্ক: 2021 এর বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। এবারের নির্বাচনী হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচারের কাজ শুরু করে দিয়েছে।

pjimage 2020 11 22T154511.941

আজ দুর্গাপুরে চায়ে পে কর্মসূচিতে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে অনুব্রত মণ্ডল সহ বাকি তৃণমূল নেতাদের ভাইরাসের সঙ্গে তুলনা করে সায়ন্তন বসু।

sayantan basu 1200

তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলের মতন অনেক ভাইরাসের ব্যবস্থা আমরা বিভিন্ন রাজ্যে করেছি। এর আগেও করেছি এরপরও করবো। আর ছটা মাস অপেক্ষা করুন। করোনার ভ্যাকসিন যেমন বেরোচ্ছে তেমন অনুব্রত ভাইরাসের ভ্যাকসিনও কয়েকদিনের মধ্যেই বেরোবে।

West Bengal BJP General Secretary Sayantan Basu IANS

তিনি আরও বলেন,’তাদের জন্য বিনামূল্যে সিবিআই ও ইডি ভ্যাকসিন বানাচ্ছে। বানানোর পরে তাদের ওপরে ভ্যাকসিন গুলো প্রয়োগ করা হবে। তখন এইসব অনুব্রত মণ্ডল জাতীয় কয়েকশো ভাইরাস আমাদের রাজ্যে আছে সেগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। নির্মূল হয়ে যাবে। যদিও অনুব্রত মণ্ডল বা তৃণমূলের অন্যান্য কোন নেতার তরফে এখনো সায়ন্তন বসুর এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর