বাংলা হান্ট ডেস্ক : দেশে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন ইতিমধ্যেই পঞ্চম দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কতটা চাপে রয়েছে তা আর বলতে বাকি রাখে না। অন্যদিকে একই সাথে বেড়ে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ির পরিমাণ।
ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচনের আগেই ফের কু-মন্তব্য করে শিরোনামে এলেন বসিরহাটের বিজেপির প্রার্থী সায়ন্তন বসু। মুখ্যমন্ত্রীর গণতন্ত্রের পাল্টা জবাব দিয়ে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু বলেন, “আপনি প্রধানমন্ত্রী কে চড় মারুন কিন্তু বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি হয়ে আছে।
এমন লাথি পরবে এখান থেকে আকাশে উঠবেন। ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন পদ্মার জলে। ভোট যত আসছে তত দিদি পাগল পাগল আচরণ করছে, ঘোরাঘুরি বেশি হচ্ছে। লাফালাফি বেশি হচ্ছে।” ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে আক্রমণ করেন বসিরহাটের বিজেপির প্রার্থী সায়ন্তন বসু।