‘১০১ টাকা দিয়ে চারটে ভোট পেলেই আমি খুশি’, বেফাঁস মন্তব‍্য বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকার

বাংলাহান্ট ডেস্ক: পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণে রয়েছে বাঁকুড়া (bankura) বিধানসভাও। তৃণমূলের হয়ে এবার বাঁকুড়া থেকে ভোটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় (sayantika banerjee)। ইতিমধ‍্যেই বাঁকুড়ার দুটি বুথে ইভিএম মেশিন খারাপ থাকার অভিযোগ তুলেছেন তিনি। এবার তৃণমূলের এই তারকা প্রার্থী মন্তব‍্য করেন, ১০১ টাকা দিয়ে যদি চারটে ভোট পান তাহলে খুশিই হবেন তিনি।

আসলে এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই বাঁকুড়ার ভৈরব স্থান মোড়ে ভৈরব মন্দিরে পুজো দেন সায়ন্তিকা। সকাল সাতটার আগেই পুজো দেন তিনি। তবে পুজো দিয়ে প্রণামী বাক্সে টাকা না দিয়ে মন্দিরের বাইরে বসে থাকা গরীব মানুষগুলোর হাতে টাকাটা তুলে দেন সায়ন্তিকা। তিন জনকে ১০১ টাকা করে দেন তৃণমূলের এই তারকা প্রার্থী।

IMG 20210401 115515
সায়ন্তিকা জানান, খবার ফল এসব খাওয়ার জন‍্যই টাকা দিয়েছেন তিনি। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে সায়ন্তিকা বলেন, “অনেকেই বলেছেন আমি ভৈরব স্থান মায়ের মন্দিরে পুজো দিয়ে টাকা দিয়েছি। প্রণামীর বাক্সে ১০১ টাকা না দিয়ে যদি মন্দিরের সামনে বসে থাকা গরীব মা জ‍্যেঠিমাদের টাকা দিই, আশীর্বাদ নিই, চারটে ভোট পাই তাতেই আমি খুশি। বিজেপি তো টাকা খাইয়ে ভোট করাচ্ছে।”

অপরদিকে ভোটের দিন সকাল সকাল চক্রান্তের অভিযোগ তুলেছেন সায়ন্তিকা। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের ১১৫ ও ১১৯ নম্বর মিউনিসিপ‍্যাল হাইস্কুলের দুটি বুথের ইভিএম মেশিন সকাল থেকেই খারাপ হয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পৌঁছান সায়ন্তিকা। অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। কিন্তু কোনো ব‍্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থী।

মানুষ ভোট দেওয়ার জন‍্য সকাল থেকে প্রচণ্ড রোদের মধ‍্যে দাঁড়িয়ে রয়েছে লাইনে। ইভিএম মেশিন খারাপ থাকায় শুরু করা যাচ্ছে না ভোটগ্রহণ। ফলে অনেকেই বাড়িমুখো হচ্ছেন আবার। পুরো বিষয়টাতেই চক্রান্তের গন্ধ পেয়েছেন সায়ন্তিকা। তাঁর দাবি, বাঁকুড়া স্ট্রং কেন্দ্র। এখান থেকে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের জেতা নিশ্চিত। সেটা আটকাতেই চক্রান্ত করে এটা করা হয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর