বাংলা হান্ট ডেস্কঃ কিছু দিন ধরে নিজের চেহারা নিয়ে সমাজমাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের চাপের মধ্যেই নতুন বছর শুরু হতেই তিনি নিজের শরীর ও স্বাস্থ্যের দিকে নতুন করে নজর দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
গত কয়েক মাস ধরেই রাজনৈতিক কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। সেই সঙ্গে পোষ্য কুকুর সিরাজের চলে যাওয়া মানসিক ভাবে ভীষণ প্রভাব ফেলেছিল তাঁর উপর। এই সবকিছুর প্রভাব পড়ে দৈনন্দিন জীবনযাপনেও। খাওয়াদাওয়া অনিয়মিত হয়ে যায়, দেখা দেয় গ্যাসট্রিকের সমস্যাও। ঠিকমতো ডায়েট মেনে চলা সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে। ফলে ধীরে ধীরে শারীরিক গঠনের অবনতি ঘটে অভিনেত্রী তথা তৃণমূল বিধায়কের।
নতুন বছরে ফিটনেসের দিকে মন দিলেন সায়ন্তিকা (Sayantika Banerjee)
সম্প্রতি সমাজমাধ্যমে চেহারা নিয়ে নানা নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায় (Sayantika Banerjee)। বারবার কটাক্ষ ও সমালোচনা হলেও প্রকাশ্যে পাল্টা প্রতিক্রিয়া দেননি তিনি। তবে নতুন বছর পড়তেই নিজের ফিটনেসের দিকে ফের মন দিয়েছেন সায়ন্তিকা। এই প্রসঙ্গে সায়ন্তিকা জানিয়েছেন, শুধুমাত্র ওজন কমানোর জন্য নয়, শরীর ও মনকে সুস্থ রাখতেই তিনি শরীরচর্চা শুরু করেছেন।
সায়ন্তিকা (Sayantika Banerjee) আরও জানান, “ওজন তো এমনিই ঝরে যাবে। কিন্তু আমি নিজের ফিটনেসের দিকে বেশি নজর দিতে চাই। অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু জানেন না, কে কখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সঠিক খাওয়াদাওয়া না করে শুধু জিম করলে চলবে না। আমি বাড়ির তৈরি খাবারই খাওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুনঃ ভোটার লিস্ট থেকে নাম কাটলেই কি বাতিল হবে নাগরিকত্ব? SIR মামলায় সুপ্রিম কোর্টে কমিশন জানাল…
সামনেই বিধানসভা নির্বাচন। সেই কারণে শাসকদলে ব্যস্ততা ইতিমধ্যেই বেড়েছে। তার উপর বর্তমানে SIR সংক্রান্ত কাজেও যুক্ত রয়েছেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। ফলে এই মুহূর্তে অভিনয়ে ফেরার কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র পর্দায় ফেরার জন্য নয়, নিজেকে ভিতর থেকে সুস্থ রাখার লক্ষ্যেই এই ফিটনেস যাত্রা শুরু করেছেন।












