বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India, SBI) তার কয়েক কোটি গ্রাহককে বড়সড় ঝটকা দিল। জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্যাঙ্কটি তার এক বছরের মেয়াদের ঋণের ক্ষেত্রে মার্জিনাল কষ্ট বেসড লেন্ডিং রেট অর্থাৎ MCLR বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে এখন ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এদিকে, ব্যাঙ্কের এই নতুন রেট ১৫ জানুয়ারি, ২০২২ থেকে কার্যকর হবে। উল্লেখ্য যে, RBI রেপো রেট বাড়ানোর পরে, একাধিক ব্যাঙ্ক MCLR বাড়িয়েছে। এবার সেই পথে হাঁটল স্টেট ব্যাঙ্কও।
এই প্রসঙ্গে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, ব্যাঙ্ক তার ১ বছরের MCLR ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। তবে, MCLR-এর এহেন বৃদ্ধি শুধুমাত্র এক বছরের মেয়াদের ঋণের জন্যই করা হয়েছে। এমতাবস্থায়, ১ বছরের MCLR বেড়ে ৮.৪০ শতাংশ হয়েছে। পাশাপাশি, ওভারনাইট MCLR ৭.৮৫ শতাংশে, ৩-মাসের MCLR ৮ শতাংশে, ৬-মাসের MCLR ৮.৩০ শতাংশে , ২-বছরের MCLR ৮.৫০ শতাংশে এবং ৩-বছরের MCLR ৮.৬০ শতাংশে রয়ে গেছে।
EMI-এর হার বাড়বে: MCLR বৃদ্ধির সাথে সাথে টার্ম লোনের EMI বাড়বে বলে মনে করা হচ্ছে। মূলত, অধিকাংশ কনজিউমার লোন এক বছরের MCLR-এর ভিত্তির উপরে নির্ধারিত হয়। এমতাবস্থায়, MCLR-এর বৃদ্ধির কারণে ব্যক্তিগত ঋণ সহ অটো এবং হোম লোন ব্যয়বহুল হতে পারে।
MCLR কি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, MCLR হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা তৈরি একটি পদ্ধতি, যার ভিত্তিতে ব্যাঙ্কগুলি ঋণের জন্য সুদের হার নির্ধারণ করে। এর আগে, সমস্ত ব্যাঙ্ক শুধুমাত্র বেস রেটের ভিত্তিতে গ্রাহকদের জন্য সুদের হার নির্ধারণ করত।
রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধি হয়েছে: এদিকে, মুদ্রাস্ফীতি কমানোর অভিপ্রায়ে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গত ৭ ডিসেম্বরে দ্বিমাসিক মুদ্রানীতির পর্যালোচনায় রেপো রেট আরও ০.৩৫ শতাংশ বাড়িয়ে ৬.২৫ শতাংশ করেছে। এদিকে, গত বছরের মে মাসের পর টানা পঞ্চমবার রেপো রেট বাড়িয়েছে RBI। শুধু তাই নয়, সামগ্রিকভাবে রেপো রেট ৪ শতাংশ থেকে বেড়ে ৬.২৫ শতাংশ হয়েছে।