বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। সারাদেশে এই মুহুর্তে লকডাউন পঞ্চম সপ্তাহে পড়েছে। লকডাউনে বেড়েছে অনলাইন পেমেন্ট তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন জালিয়াতি। এবার অনলাইন জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করবার উদ্দেশ্যে sbi বেশ কিছু বিষয়ে সতর্ক করল
১. কোনো ভাবেই otp (one time password) কারো সাথে ভাগ করবেন না। এই সংক্রান্ত কোনো লিংক এও ক্লিক করবেন না। মনে রাখবেন, ব্যাংক কখনো আপনার কাছ থেকে OTP বা পাসওয়ার্ড জানতে চায় না।
২. পুরস্কার বা চাকরির লোভে পা দিয়ে কোনো লিংকে ক্লিক করবেন না
৩. নিয়মিত ভাবে ব্যাংকের পাসওয়ার্ড পরিবর্তন করুন
৪. কোনো ফোন কল ভুয়ো বা জাল মনে হলেই নিকটবর্তী থানায় যোগাযোগ করুন
৫. সব সময় ব্যাংকের অফিসিয়াল ওয়েব সাইট থেকে তথ্য ও ফোন নম্বর নিন।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এ সম্পর্কে কিছু উপায় জানিয়েছে। এটিএম ব্যবহার করার ক্ষেত্রে তা অনুসরণ করা উচিত।
(1) আপনি যদি এটিএম এ গিয়ে দেখেন যে এটিএম কেউ ব্যবহার করছে তাহলে শান্তভাবে অপেক্ষা করুন এটিএম এ ঢুকবেন না।
২) এটিএম থেকে টাকা উত্তোলনের আগে জীবাণুমুক্ত করুন। এটিএম ব্যাবহারের পরও হাত স্যানিটাইজড করুন।
৩) যতটা পারবেন সংস্পর্শ এড়িয়ে চলুন। এটিএম প্রবেশের সময় দরজার হ্যান্ডলগুলি খোলার জন্য রুমাল ব্যবহার করা যেতে পারে।
৪) আপনার যদি ফ্লু এবং হাঁচি কাশি হয়ে থাকে, তবে এটিএম ব্যবহার করা এড়ানো ভাল। হাঁচি বা কাশির সময় আপনার মুখ এবং নাকটি ঢেকে রাখুন। হাঁচি বা কাশিতে ব্যবহৃত টিস্যু পেপারটি এটিএম-এ রেখে দেবেন না। এটিএম লবির ভিতরে ব্যবহৃত টিস্যু পেপার এবং মুখোশ ফেলে যাবেন না। সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়।
৫) যতটা পারবেন এটিএম এড়িয়ে চলুন। যদি লেনদেন নগদ সাথে সংযুক্ত না হয় তবে এটিএম এ না যাওয়াই ভাল। পরিবর্তে, এসবিআইর ডিজিটাল প্ল্যাটফর্মগুলি যেমন যোনো, আইএনবি, ভীম এসবিআই ইত্যাদি ব্যবহার করুন