বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। ইতিমধ্যেই শূন্যপদে নিয়োগের (Recruitment) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank Of India)। পাশাপাশি, শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়াও। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে মোট ৯৪ টি শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এক্ষেত্রে পৃথকভাবে কিছু উল্লেখ করা হয়নি। অভিজ্ঞতার ওপরেই এই নিয়োগের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। এমতাবস্থায়, অবসরপ্রাপ্ত ব্যাঙ্কের আধিকারিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে করবেন আবেদন: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা sbi.co.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: সপ্তম ম্যাচে ভারত সপ্তম স্বর্গে! প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমির টিকিট নিশ্চিত করলেন কোহলি, শামিরা
আবেদন ফি: আবেদনের ক্ষেত্রে কোনো ফি লাগবে না।
আরও পড়ুন: হঠাৎ ভোলবদল! দীপাবলির আগেই দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক বৃষ্টি
নিয়োগ প্রক্রিয়া: মূলত, এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা সম্পন্ন হবে না। জমা দেওয়া প্রয়োজনীয় নথি এবং অ্যালাইনমেন্ট ডিটেলস সহ পরিচয়পত্র, বয়সের প্রমাণ ইত্যাদি কাছে রাখতে হবে। নথিগুলি ছাড়া ইন্টারভিউতে ডাক মিলবে না। ইন্টারভিউ-তে কে কত নম্বর পাচ্ছেন, সেই ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১ নভেম্বর অর্থাৎ বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে এই আবেদনের প্রক্রিয়া। যেটি চলবে আগামী ২১ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।