মজা করে শুভমানের স্পর্শকাতর অঙ্গে ব্যাটের গুঁতো কোহলির! জখম গিল পরের ম্যাচ খেলতে পারবেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দে রয়েছে। টানা সাতটি ম্যাচ জিতে তারা নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনালের যোগ্যতা। এখন হাতে থাকা দুটি ম্যাচও জিতে তারা অপরাজিত অবস্থায় নক আউট পর্যায়ে পৌঁছতে চাইবে। আর এই মুহূর্তে বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিল (Shubman Gill) সমৃদ্ধ ভারতীয় ব্যাটিংই হোক বা মহম্মদ শামি সমৃদ্ধ ভারতীয় বোলিং, সব দিকেই ভারতীয় দলের অবস্থা অত্যন্ত ভালো।

এর মধ্যে আজ ম্যাচ চলাকালীন বিরাট কোহলি এবং শুভমান গিলকে গরমের জন্য সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। মুম্বাইয়ে প্রথম ইনিংসে ব্যাটিং করতে গিয়ে স্টেডিয়ামে ড্রিংস ব্রেক চলার সময় দুজনের জন্যই চেয়ারের বন্দোবস্ত করতে হয়েছিল যখন তারা ১৮৯ রানের পার্টনারশিপ গড়ছিলেন। দুজনেই শতরান হাতছাড়া করলেও ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়ে এসেছিলেন।

এরই মাঝে দুজনকে একটি মজার মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়। ব্যাটিং করতে করতে হাঁপিয়ে গিয়ে হাঁটু গেড়ে পিচের মধ্যে বসে পড়েছিলেন কোহলি। সম্ভবত তার কাছে গিয়ে কিছু মজা করার চেষ্টা করেছিলেন। জবাবে বিরাট কোহলি আচমকাই ব্যক্তির হ্যান্ডেলটি ঢুকিয়ে দেন শুভমান গিলের তলপেটে। যন্ত্রণায় কিছুটা কঁকিয়ে ওঠেন গিল। অনেকেই মজা করে তারপর প্রশ্ন করেছিলেন যে গিল কি আর মাঠে নামতে পারবেন। যদিও পুরো ৫০ ওভারই ফিল্ডিং করতে দেখা যায় ভারতের তরুণ ওপেনারকে।

আরও পড়ুন: হতাশ মুখে আউট হয়ে ফিরছেন গিল! দাঁড়িয়ে ওঠে হাততালি দিয়ে সম্মান সচিন কন্যা সারার! ভাইরাল ভিডিও

যদিও ওই ঘটনার পর আর বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি তিনি। গরমের কারণে হাঁপিয়ে গিয়ে দ্রুত বড় শট খেলে শতরান সম্পূর্ণ করার চেষ্টা করা শুভমান ৯২ বলে ৯২ রানের একটা ইনিংস খেলে উইকেটরক্ষকের দস্তানায় ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন। হাতছাড়া করেন নিজের প্রথম বিশ্বকাপ শতরান করার সুযোগ।

আরও পড়ুন: মুম্বাইয়ের বোম্বাটে! বুমরা, সিরাজকে ছাপিয়ে বিধ্বংসী শামি, ভারতের জার্সিতে বিশ্বকাপে গড়লেন ইতিহাস

আজ তার ব্যাটিং খুব উপভোগ করছিলেন সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। এই বিশ্বকাপে দেখা যাচ্ছে যে মাঠে সারা উপস্থিত থাকলেই রান করেন শুভমান। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে আয়োজিত ম্যাচটিতেও সারা গ্যালারিতে উপস্থিত ছিলেন এবং শুভমান অর্ধশতরান করেছিলেন। আজকেও ঠিক তেমনটাই ঘটেছে।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর