বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) সবথেকে বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল SBI (State Bank Of India)। এমতাবস্থায়, সমগ্র দেশজুড়ে এই ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক রয়েছেন। তাই গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় এই ব্যাঙ্কের তরফে। সেই রেশ বজায় রেখেই এবার সোমবার একটি বড়সড় ঘোষনা করল SBI। মূলত, স্টেট ব্যাঙ্কের নতুন পরিষেবার মাধ্যমে এবার থেকে UPI (Unified Payments Interface)-এর মাধ্যমে ডিজিটাল কারেন্সির লেনদেন করা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, UPI হল আমাদের দেশে মোবাইল ভিত্তিক পেমেন্ট সিস্টেম। অর্থাৎ, গ্রাহকরা এই সিস্টেমের মাধ্যমে ভার্চুয়ালি পেমেন্ট করতে পারেন। পাশাপাশি, বর্তমান সময়ে খুচরো লেনদেনের ক্ষেত্রে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, এবার UPI-এর মাধ্যমে ডিজিটাল মুদ্রা লেনদেন আরও সহজ হয়ে যাবে।
ডিজিটাল মুদ্রা: জানিয়ে রাখি যে, ডিজিটাল মুদ্রাকে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা CBDC বলা হয়। ইতিমধ্যেই অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কও এই পরিষেবা চালু করেছে। এর ফলে যত বেশি গ্রাহক এই পরিষেবার সঙ্গে যুক্ত হবেন সেক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের বিষয়টিও আরও বিস্তৃত হবে। এদিকে, SBI-এর তরফে সোমবার এই পরিষেবার কথা ঘোষণা করে একটি বিবৃতি জারি করা হয়।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার SBI-তে বিপুল শূন্যপদে চলছে নিয়োগ, এভাবে করুন আবেদন
সেখানে জানিয়ে দেওয়া হয় যে, “ই রুপি বাই এসবিআই” অ্যাপের মাধ্যমে এবার গ্রাহকরা সরাসরি ডিজিটাল মুদ্রা লেনদেন করতে পারবেন। মূলত, গ্রাহকদের আরও বেশি সুবিধা এবং অ্যাক্সেস দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে UPI-র QR কোড স্ক্যান করে খুব সহজেই পেমেন্ট করা যাবে।
আরও পড়ুন: ৫ লক্ষ বিনিয়োগ করে পেয়ে যান ১০ লক্ষ! SBI-এর এই FD-তে বিনিয়োগ করলেই হয়ে যাবেন মালামাল
এদিকে, এই ব্যবস্থার মাধ্যমে দেশে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসাই SBI-এর লক্ষ্য। উল্লেখ্য যে, গত বছরের ডিসেম্বরে স্টেট ব্যাঙ্কের তরফে খুচরো ডিজিটাল ই-রুপি প্রোজেক্ট শুরু করা হয়। এমতাবস্থায়, সেটাই UPI-র সঙ্গে একত্র হয়ে সামগ্রিকভাবে পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করে দেবে। আসলে, ডিজিটাল মুদ্রা বা ই-রুপি হল নোট অথবা কয়েনের ডিজিটাল বা ইলেকট্রনিক রূপ। এই ডিজিটাল মুদ্রা জারি করে RBI।
পাশাপাশি, ওয়ালেটে ই-রুপি রেজিস্টার্ড করার মাধ্যমেও পেমেন্টও করা যাবে। সেজন্য ই-রুপি ওয়ালেটে আপলোড করতে হবে টাকা। এক্ষেত্রে, স্টেট ব্যাঙ্কের গ্রাহকেরা SBI অ্যাপের হোম পেজে গিয়ে “লোড” অপশনে ক্লিক করলেই লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ট্রান্সফারের বিকল্প পাওয়া যাবে। আর ওই আপলোড প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেই গ্রাহকেরা যেকোনো UPI-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন বলেও জানা গিয়েছে।