কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই SBI-তে চাকরির সুবর্ণ সুযোগ, অজস্র নিয়োগ একাধিক পদে

বাংলা হান্ট ডেস্কঃ মোটা অংকের বেতনে ব্যাঙ্কে (Bank) চাকরি (Job) করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। বেতন ১৯.৫০ লক্ষ টাকা, সাথেই দিতে হচ্ছে না কোনো লিখিত পরীক্ষা। ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

রইল আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যঃ স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৫ জনকে নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

SBI বিজ্ঞপ্তি ও শূন্যপদের বিবরণ

ম্যানেজার (প্রজেক্ট-ডিজিটাল পেমেন্ট) : ০৫ টি পদ
ম্যানেজার (প্রোডাক্টস-ডিজিটাল পেমেন্ট/কার্ডস) : ০২ টি পদ
ম্যানেজার (প্রজেক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম) : ০২ টি পদ
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) : ৫৫ টি পদ
সার্কেল অ্যাডভাইজার : ১ টি পদ
মোট শূন্যপদ : ৬৫

SBI বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২৫ ও ২৮ এবং সর্বোচ্চ ৩৫ ও ৬২-র মধ্যে হতে হবে পদ অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পরিমাপ আলাদা।

বেতনের পরিমাণঃ ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীদের বেতন হবে ৬৩৮৪০-১৯৯০/৫-৭৩৭৯০-২২২০/২-৭৮২৩০। এছাড়াও ডিএ, এইচআরএ, পিএফ, চিকিৎসা সুবিধা-সহ অন্যান্য সুবিধাও পাবেন । সার্কেল অ্যাডভাডার পদে প্রতি বছর মিলবে ১৯.৫০ লক্ষ টাকা।

SBI2

বিস্তারিত নির্বাচন প্রক্রিয়া:
কোনও রূপ লিখিত পরীক্ষা থাকছে না। আবেদন পত্র শর্ট লিস্টিং ও ইন্টারেকশানের মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে প্রার্থীদের। কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ ১০০ নম্বরের হবে। সাধারণ, ওবিসি ও ইডব্লুএস প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা। তবে এসসি, এসটি ও পিডব্লুটি প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে। আবেদনকারীদের অনলাইনে অর্থপ্রদান করতে হবে ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর