বাংলাহান্ট ডেস্ক: কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। বিষ্ফোরক অভিযোগ উঠল শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং বনি সেনগুপ্ত (Bonny Sengupta) অভিনীত ছবি ‘ডক্টর বক্সী’র বিরুদ্ধে। পরিচালক সপ্তাশ্ব বসুর এই ছবি গত জানুয়ারি মাসে মুক্তির আলো দেখেছে। এর মধ্যেই গুরুতর অভিযোগ উঠল ডক্টর বক্সী ছবির নির্মাতাদের বিরুদ্ধে।
শুভশ্রী, পরমব্রত এবং বনি অভিনীত এই ছবিটি নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলেছিল। ছবির টিজার, ট্রেলার বেশ নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এবার নির্মাতাদের বিরুদ্ধে বকেয়া টাকা হাপিস করার অভিযোগ আনলেন ছবির জনসংযোগ আধিকারিক সমুজ্জ্বল ঘোষ।
আসন্ন বাংলা নববর্ষে আমেরিকায় হবে ডক্টর বক্সীর প্রিমিয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সে খবর শেয়ার করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু বিদেশে প্রিমিয়ারের আগেই কালো দাগ পড়ে গেল ছবিতে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন ডক্টর বক্সীর জনসংযোগ আধিকারিক।
তাঁর কথায়, গত বছর ছবির শুটিং শুরু হওয়ার সময় থেকেই রয়েছেন তিনি। কিন্তু গত ২০ জানুয়ারি ছবির মুক্তির পর এতদিন কেটে গেলেও প্রাপ্য টাকা তিনি পাননি। বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছে তাঁকে। এমনকি প্রযোজনা সংস্থা থেকেও নাকি যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন সমুজ্জ্বল ঘোষ।
তিনি আরো জানান, পরিচালক সপ্তাশ্ব বসুর আগের মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রতিদ্বন্দ্বী’র সময়েও এই একই কাণ্ড হয়েছিল। প্রযোজনা সংস্থার তরফে অবশ্য বিষয়টা এড়িয়ে গিয়ে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ডক্টর বক্সীর পরিচালক সপ্তাশ্ব বসু জানান, ছবির সমস্ত কলাকুশলীদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়েছে। তাঁর অজান্তে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে বা আর্থিক লেনদেন নিয়ে কোনো সমস্যা হলে তিনি প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে মেটাবেন বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, ডক্টর বক্সী ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই প্রথম কোনো ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গেল বনি সেনগুপ্তকে। ছবির বিষয়বস্তু দর্শক মহলে সাড়া জাগালেও তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি।