বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি নিয়ে বড় পদক্ষেপ করলো কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন (SSC Scam) প্রাথমিক টেটের (TET Scam)পর এবার মাদ্রাসা সার্ভিস কমিশনে (Madrasa Service Commission) শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে এল। উত্তরপত্র বিকৃত করার অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন একদল চাকরিপ্রার্থী। এই মামলাতেই কেন্দ্রীয় ফরেনসিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষা করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। সিএফএসএল-র ডিরেক্টরকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।
২০২১ সালের ১৭ জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ওই পরীক্ষা হয়। ওই একই বছর ১১ আগস্ট ফলপ্রকাশ হয়। তথ্য জানার অধিকার আইন (আরটিআই)-এ পরীক্ষার ওএমআর সিট দেখতে চান এক মামলাকারী। তিনি দাবি করেন, একটি প্রশ্নের উত্তর ভুল দেখানো হয়েছে। অথচ তিনি ওই প্রশ্নের উত্তরই দেননি। এই মর্মেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করা হয়। মামলাকারী যে কালো কালির কলমে পরীক্ষা দিয়েছেন তাও আদালতের সামনে পেশ করেন।
এই মামলার রায়ে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘রাজ্যে শিক্ষায় দুর্নীতি এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’ এরপরই উত্তরপত্র যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির (CFSL) ডিরেক্টর এবং ফরেন্সিক ল্যাবরেটরিকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি। বিচারপতি আরও জানান, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি ওএমআর সিট খতিয়ে দেখবে। পরীক্ষার্থীর কলমের কালির সঙ্গে ওএমআর সিটের কালি মিলিয়েও দেখা হবে। এছাড়া দেখতে হবে উত্তরপত্রে একই চাপ প্রয়োগ করে লেখা হয়েছে কিনা। আগামী ৩১ আগস্টের মধ্যে CFSL-কে ওএমআর সিট, পরীক্ষার্থীর পেন পাঠাতে হবে। এদিনই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিবকে ওএমআর সিট এবং পেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। CFSL-এর ডিরেক্টরকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে হাই কোর্টে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি এসএসসি এবং টেট নিয়োগ ‘দুর্নীতি‘র মামালাও কলকাতা হাই কোর্ট পর্যন্ত গড়িয়েছে। দু’টি ক্ষেত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের দায়িত্বে রয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র জালে ধরা পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। এবার হাই কোর্টের নজর মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতিতে। এখন দেখার মাদ্রাসা নিয়োগ কমিশনেও ঠিক কতটা গড়িয়েছে এই দুর্নীতির জল।