বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের পর নতুন রূপে শুরু হতে চলেছে কলকাতা মেট্রো (kolkata metro)। আগেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল নিউ নর্মালে মেট্রোয় চড়তে গেলে লাগবে ই-পাস। এবার মেট্রো করল আরো এক গুরুত্বপূর্ণ ঘোষনা মেট্রোর তরফ থেকে জানা গিয়েছে, মেট্রোর ই পাস সংগ্রহ করতে অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক নয়। বরং বারকোড স্ক্যান করলেই বুক করা যাবে মেট্রো যাত্রা।
মেট্রো রেল কলকাতা সূত্রে খবর, মেট্রো রেলের বাইরে বা রেলের বিজ্ঞাপনের জায়গায় পাওয়া যাবে এই ইপাস। অ্যান্ড্রয়েড বা আইওএস মোবাইল দিয়ে এই কোড গুলি স্ক্যান করলেই একটি নির্দিষ্ট লিংক পাওয়া যাবে। সেই লিংকে ক্লিক করে সেখানে নির্দিষ্ট তথ্যাদি ও যাত্রার সময় দিলেই বুক হয়ে যাবে আপনার মেট্রো যাত্রা। এছাড়া metro railway kolkata (official) অ্যাপ থেকেও বুক করা যাবে মেট্রো।
মেট্রো জানিয়েছে, অনেকেই ফোনে অ্যাপ রাখতে চান না। তাদের জন্য অ্যাপ ডাউনলোড না করে মেট্রো বুক করার জন্য এই সিস্টেম চালু করা হয়েছে। তবে চাইলেই বুক করা যাবে না মেট্রো, ঐ সময়ে কত সংখ্যক যাত্রী বুক করেছে তার ওপর নির্ভর করবে মেট্রোর বুকিং পাওয়া। নির্দিষ্ট সংখ্যা পেরিয়ে গেলে আর মিলবে না বুকিং। সেক্ষেত্রে অন্য সময়ে বুক করতে হবে মেট্রো। গেটে বুকিং পাস দেখিয়ে তবেই প্রবেশ করা যাবে স্টেশনে।
জানা যাচ্ছে, এবার মেট্রোরেলে চড়তে গেলে মানতেই হবে নতুন নিয়ম। আসুন জেনে নি সম্ভাব্য নতুন নিয়মগুলি
টোকেন নয় স্মার্ট কার্ড :
জানা যাচ্ছে, নিউ নর্মালে মেট্রোতে টোকেন ব্যাবহার সম্পূর্ণ বন্ধ হবে। কারন হাতে থাকে টোকেন থেকে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। এক্ষেত্রে বাধ্যতা মূলক ভাবে ব্যাবহার করতে হবে স্মার্ট কার্ড। যাদের স্মার্ট কার্ড নেই তাদের মেট্রো রেলের কাউন্টার থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।
মাস্ক বাধ্যতামূলক :
করোনা পরিস্থিতিতে সব স্থানেই মাস্ক পরিধান বাধ্যতামূলক হয়েছে। সেই নিয়ম কঠোর ভাবে মানা হবে মেট্রোতেও। মাস্ক না থাকলে স্টেশন চত্বরেও প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
সামাজিক দূরত্ব বিধি :
সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হতে পারে। পাশাপাশি মেট্রোও অনেকক্ষণ দাঁড়াবে প্রতিটি স্টেশনেই। অযথা মেট্রোয় উঠতে হুরোহুরি ঠেকাতেই এই বন্দোবস্ত হতে পারে।
হ্যান্ড স্যানিটাইজার :
প্রতিটি যাত্রীর জন্য মেট্রোর তরফে থাকছে হ্যান্ড স্যানিটাইজার। যাতে স্টেশনে ঢুকেই আপনি আপনার হাত জীবানুমুক্ত করে নিতে পারেন। প্রতিটি প্ল্যাটফর্ম এ ৩ টি করে স্যানিটাইজার থাকতে পারে বলে জানা যাচ্ছে।