বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর (School Education Department)। যাতে বলা হয়েছে, এখন থেকে টিআইসি (টিচার ইনচার্জ) বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ আর থাকছে না। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।
বিতর্কের মাঝেই উঠে গেল টিচার ইনচার্জ পদ | School Education Department
শিক্ষা দফতরের নির্দেশিকা অনুসারে কোনও স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকলে সেই জায়গায় যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তার পদের নাম অ্যাসিস্ট্যান্ট-মাস্টার-ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট-মিস্ট্রেস-ইন-চার্জ হবে এবার থেকে। ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ পদ উঠিয়ে এমনটাই জানাল শিক্ষা দফতর।
উল্লেখ্য, সম্প্রতি কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ ওঠে। স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠায় ওই নেতাকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই। এই আবহেই শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এত দিন পর্যন্ত যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না, সেখানে স্কুলের সব থেকে অভিজ্ঞ শিক্ষকরা টিচার ইনচার্জ পদে বসতেন। তবে সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসে। বিগত গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন স্কুলে সিনিয়ারিটির নিয়ম না মেনেই শাসকঘনিষ্ঠ জুনিয়র শিক্ষকদের ইনচার্জ পদে নিয়োগ করার অভিযোগ উঠছে।
আরও পড়ুন: RG Kar কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! নজরে চার পুলিশ আধিকারিকের ভূমিকা, বড় নির্দেশ আদালতের
এখানেই শেষ নয়, অভিযোগ টিআইসি পদের অপব্যবহার করে স্কুলে নানা কাজকর্ম চলছে। এই নিয়ে শিক্ষা দফতরে লিখিত অভিযোগও জমা পড়েছে। এই আবহে এবার টিচার ইনচার্জ পদই তুলে দিল শিক্ষা দফতর। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক যেখানে প্রধান শিক্ষকেরা কাজে যোগ দেওয়ার পরও ইন-চার্জদের দাপটে কাজ করতে পারতেন না। এবার থেকে সেই সমস্যার সমাধান হল বলে আশাবাদী তারা।