হাড়হিম করা শীতে বড় সিদ্ধান্ত! ১৩ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত

Published on:

Published on:

School Holidays Extended Amid Severe Cold Wave
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ভারত জুড়ে শীতের দাপট দিন দিন বেড়েই চলেছে। হাড়হিম করা ঠান্ডা আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকার স্কুলের ছুটি (School Holidays) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত এই শীত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই।

শীতের দাপট আরও কয়েকদিন

আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, উত্তর ভারতের বহু অংশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। সকাল ও রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে। তার সঙ্গে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যাতায়াতেও সমস্যা তৈরি হচ্ছে। এই কারণেই প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পঞ্জাবে ছুটির মেয়াদ বৃদ্ধি (School Holidays)

প্রবল শৈত্যপ্রবাহের জেরে পঞ্জাব সরকার রাজ্যের সমস্ত স্কুলের ছুটি (School Holidays) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী হরজত সিং বেইনস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের সুরক্ষার কথা ভেবে আগামী ১৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। এই নির্দেশ রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্বীকৃত এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রে কার্যকর হবে বলে জানানো হয়েছে। স্কুল কবে খুলবে সেই সম্পর্কে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে, আগে ৮ জানুয়ারি স্কুল খোলার কথা থাকলেও, নতুন নির্দেশিকা অনুযায়ী ১৪ জানুয়ারি থেকে স্কুল পুনরায় চালু হবে।

শুধু পাঞ্জাব নয়, উত্তরপ্রদেশের একাধিক জেলায়, বিশেষ করে জাতীয় রাজধানী সংলগ্ন এলাকাগুলিতে শীত ও কুয়াশার দাপট সবচেয়ে বেশি। এই কারণে নয়ডা ও গাজিয়াবাদে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ১০ জানুয়ারি পর্যন্ত নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এই নির্দেশ CBSE, ICSE, IB এবং উত্তরপ্রদেশ বোর্ড সহ সমস্ত স্বীকৃত বোর্ডের স্কুলের জন্য প্রযোজ্য। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক রাহুল পানওয়ার জানিয়েছেন, বর্তমান আবহাওয়ার কথা মাথায় রেখে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রিপুরাতেও শীতের কামড় স্পষ্ট

উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরাতেও এবার শীতের দাপট স্পষ্ট। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে (School Holidays)। আগরতলা আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, গত এক সপ্তাহ ধরেই রাজ্যটি শৈত্যপ্রবাহের কবলে রয়েছে।

School Holidays Extended Amid Severe Cold Wave

আরও পড়ুনঃ ভোটার নোটিশ নিতে অস্বীকার করলেই বিপদ! BLO অ্যাপে যুক্ত হল নতুন ফিচার

দিল্লি ও অন্যান্য রাজ্যের অবস্থা

দিল্লিতে ইতিমধ্যেই শীতকালীন ছুটি চলছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে ছুটির (School Holidays) মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে শিক্ষা দপ্তর। অভিভাবকদের নিয়মিত সরকারি বিজ্ঞপ্তি এবং স্কুলের নোটিশের দিকে নজর রাখতে বলা হয়েছে। এছাড়া বিহার, অসম, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরেও ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে স্কুল বাস চলাচলের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে সকালের দিকে শিশুদের যাতায়াতের সমস্যা এড়াতেই কোথাও ছুটি বাড়ানো, কোথাও আবার সাময়িকভাবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।