৬ বছর ধরে ৫০ লক্ষ টাকা নয়ছয়! কাটোয়ায় ভয়ঙ্কর মিড ডে মিল দুর্নীতির অভিযোগ খাস প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের মিড ডে মিল (Mid Day Meal) দুর্নীতির অভিযোগ রাজ্যের স্কুলে। এবার অভিযোগ উঠল খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছয় বছর ধরে সকলের চোখের আড়ালে কুকম্মটি চালাচ্ছিলেন তিনি। প্রায় ৫০ লক্ষ নয়ছয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে?

মিড ডে মিলের (Mid Day Meal) টাকা নয়ছয়ের অভিযোগ

স্কুলের মিড ডে মিলের টাকা আর্থিক তছরুপের অভিযোগ কাটোয়ার কৈথন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। কাটোয়ার ১ নম্বর ব্লকের গীধগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬০১ জন্য পড়ুয়া রয়েছে। কিন্তু প্রতিদিনই পড়ুয়া সংখ্যা বাড়িয়ে সরকারি পোর্টালে মিড ডে মিলের (Mid Day Meal) খরচ দেখানো হত বলে অভিযোগ। গত ৬ বছর ধরে এই কীর্তি ঘটানোর অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

School mid day meal money fraud allegation against head teacher

আরও পড়ুন: মধুমিতা-অঙ্কিতাদের দিয়ে পুজো উদ্বোধন করাবেন! ফিতে কাটতে কার আনুমানিক পারিশ্রমিক কত?

কী অভিযোগ উঠেছে: জানা গিয়েছে, অভিযোগ উঠেছে পড়ুয়া সংখ্যা দিনের পর দিন ধরে বেশি দেখিয়ে সরকারি পোর্টাল থেকে মিড ডে মিলের (Mid Day Meal) জন্য অতিরিক্ত সরকারি টাকা পরে তুলে নেওয়া ড়ত। গত ছয় বছর ধরে এভাবে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি তছরুপের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুন : দিঘা জগন্নাথ মন্দিরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাশ করলেই চাকরি, হাতছাড়া করবেন না সুবর্ণ সুযোগ

ভুল তথ্য দেওয়ার অভিযোগ: এ বিষয়ে একজন স্কুল শিক্ষক বলেন, ২০১৮ সাল থেকে সরকারি পোর্টালে ভুল তথ্য দিয়ে প্রচুর পরিমাণে টাকা (Mid Day Meal) আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। বারেবারে হিসেব চেয়েও পাওয়া যায়নি। তারপরেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। স্কুলের পরিচালন কমিটির সভাপতি বলেন, কয়েকদিনের হিসেব লিখিত ভাবে বিডিওকে দেওয়া হয়েছে। গত ২ অগাস্ট স্কুলে ২২১ জন পড়ুয়া উপস্থিত থাকলেও মিডডে মিল খেয়েছিল ৮২ জন।

কিন্তু ৪১০ জনের হিসাব দেখানো হয়েছে বলে অভিযোগ। এই অতিরিক্ত টাকা কোথায় গিয়েছে তার কোনও হিসাব নেই। পরিচালন কমিটির আরেক সদস্যের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। সমস্ত ঘটনার তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।