বাংলাহান্ট ডেস্ক : দু’রছর ধরে করোনা মাহামারি। তারপর আবার প্রায় দীর্ঘ দু’মাস ধরে গরমের ছুটি। সব মিটিয়ে এই সবে খুলেছে স্কুল। কিন্তু স্কুল খুলতে না খুলতেই আবার চারদিনের জন্য বন্ধ রইল ক্লাস। নকশালবাড়ি ব্লক এলাকায় আপার বাগডোগরার শুভমায়া সূর্য নারায়ণ উচ্চবিদ্যালয় ঠিক কী কারণে আবার বন্ধ করা হল তা অজানা অনেক ছাত্রের কাছেই।
বিদ্যালয় সূত্র জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাহাড় সফর চলাকালীন বাগডোগরা শুভমায়া সূর্য নারায়ণ উচ্চবিদ্যালয়ে তৈরি হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প (Temporary Police Camp)। স্কুলে প্রায় ৩০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। মুখ্যমন্ত্রী ফিরে গেলে আবারও শুরু হবে স্কুল।
স্কুলের ছাত্রদের অভিযোগ, তাদের স্কুলে যে ছুটি থাকতে সেকথা কেউই তাদের জানায় নি। তারা সোমবার যথাসময়ে স্কুলে আসে। কিন্তু এসে দেখে গোটা স্কুলেই ভর্তি পুলিশ। তারপরই তারা বিষয়টি বুঝতে পারে। গরমের ছুটিতে দীর্ঘদিনই বন্ধ ছিল স্কুল। এর প্রতিবাদে সরব হন বহু মানুষই। স্কুল খোলার পর ছাত্ররা ফিরছিল পড়াশোনার দুনিয়ায়। সেই তখনই আবার স্কুল বন্ধ টানা চারদিনের জন্য। শিক্ষাবর্ষের শুরুতেই এভাবে স্কুল ছুটি হওয়ায় রীতিমতো বিক্ষুব্ধ অভিভাবকরা।
এই স্কুল ছুটি নিয়ে তোপ দেগেছে পদ্ম শিবিরও। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি আনন্দময় বর্মন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বেহাল করে দিয়েছেন। করোনার জন্য দুবছর স্কুল বন্ধ। আবার দক্ষিণবঙ্গের গরমের জন্য উত্তরবঙ্গেরও স্কুলগুলিকে বন্ধ করা হল। আবার তিনি উত্তরবঙ্গ সফরে এলে স্কুলগুলিকেই পুলিশ ক্যাম্প বানিয়ে ফেলছেন। মনে হয় তিনি ঠিক চাইছেন না উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাঁর কাছে চাকরির দাবি জানায়। পুলিশ ক্যাম্পের জন্য অনেক জায়গা পরে রয়েছে। তার জন্য চারদিন স্কুল বন্ধ মেনে নেওয়া যায় না।