শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত খোদ স্কুলের প্রিন্সিপাল, বাঁকুড়ায় আটক শিক্ষক-শিক্ষিকা সহ ৮

বাংলাহান্ট ডেস্কঃ শিশু পাচারের অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারি স্কুলের (central government school) প্রিন্সিপাল (principal) কমল কুমার রাজোরিয়ার নামে। এই ঘটনায় প্রিন্সিপাল এবং শিক্ষিকা সহ মোট আটজন গ্রেফতার করা হয়েছে। রবিবার দুই শিশুকে পাচার করার সময় হাতে হাতে ধরা পড়েন ওই প্রিন্সিপাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কালপাথর এলাকায়। ওই এলাকার জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ হলেন কমল কুমার রাজোরিয়া। অভিযোগ উঠেছে, মোটা টাকার বিনিময়ে বিদ্যালয়ের অধ্যক্ষ এবং আর এক শিক্ষিকা বিভিন্ন জায়গা থেকে শিশুদের কিনে রাজস্থান সহ বিভিন্ন জায়গায় মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত। এই ঘটনায় নাকি শিশুদের মায়েদেরকেও লক্ষাধিক টাকা দিতেন তাঁরা।

   

vvkkb

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কমল কুমার রাজোরিয়া বাঁকুড়ার কালপাথর এলাকায় দু’টি শিশুকে জোর করে মারুতি ভ্যানে তোলার চেষ্টা করেন। সেইসময় এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করলে, গাড়িটি ঘিরে ধরেন। পরিস্থিতি বেগতিক দেখে, সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক।

পরবর্তীতে ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় চার শিশু এবং দুই মহিলাকে। এই ঘটনায় প্রিন্সিপালকে পরে আটক করা হলে, জানা যায়, দুর্গাপুরের মেনগেট ও কাদারোড এলাকা থেকে এই শিশুদের ধরে আনা হয়েছিল। তাঁদের মায়েদেরকে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ টাকাও। এই ভাবে অনেক সময়য় টাকার বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছেও তাঁদের বিক্রি করা হত।

এই ঘটনার পেছনে আর কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অধ্যক্ষের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে এলাকাবাসী। তবে পুলিশ এখনও অবধি এই ঘটনার তদন্তে নেমে ৫ জন শিশুদের উদ্ধার করেছে। শিশুদের যৌন হেনস্থা করা হত কিনা, তার জন্য মেডিক্যাল পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় বাঁকুড়া জেলা আদালত অভিযুক্ত প্রিন্সিপ্যাল সহ তিন জনের পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং বাকি ৫ জনের ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর