শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় খবর! শীঘ্রই বড় পদক্ষেপ নেবে CBI! ঘুরে যাবে মামলার মোড়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা। এই মামলায় গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট, বহু প্রভাবশালীর নামে জমা পড়েছে চার্জশিট। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মধ্যশিক্ষা পর্ষদের সাবেক সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় হয়ে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা- সেই তালিকায় নাম রয়েছে একাধিক জনের। এবার এই মামলা নিয়েই সামনে আসছে বড় খবর।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) বড় পদক্ষেপের পথে সিবিআই?

এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের নিয়োগ মামলায় এখনও অবধি মোট ১৪টি চার্জশিট জমা পড়েছে। এবার শোনা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকেই এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আপাতত চূড়ান্ত চার্জশিট তৈরি করে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তা জমা করা হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারীদের কথায়, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা থেকে শুরু করে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার বহু আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সেই সঙ্গেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) কর্মী, আধিকারিক ও ২০ জনের বেশি মিডলমুয়ানদের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ DA মামলায় খানিক স্বস্তিতে রাজ্য, সুপ্রিম কোর্ট তরফে সামনে এল বিরাট আপডেট

এখনও অবধি এই মামলায় মোট ১৪টি চার্জশিট জমা করেছে সিবিআই (CBI)। ধাপে ধাপে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এবারেই মামলায় চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু করতে চূড়ান্ত চার্জশিট জমা করার তোরজোড় করা হচ্ছে।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আর দিন দশেকের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হতে পারে। সেখানে অভিযুক্ত হিসেবে আরও বেশ কয়েকজন মিডলম্যানের নাম যোগ হতে পারে। সেই সঙ্গেই ঘুরপথে চাকরি পাওয়া একাধিক অযোগ্য চাকরিপ্রার্থীর বয়ানও চার্জশিটের সঙ্গে যোগ করা হতে পারে বলে খবর।

CBI Primary recruitment scam

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। তবে স্কুল সার্ভিস কমিশনের বাকি আধিকারিকদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যের অনুমোদন দরকার। সেটা এখনও পাওয়া যায়নি। সম্প্রতি এই অনুমোদনের বিষয়ে রাজ্যকে দ্রুত হলফনামা পেশ করে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যের তরফ থেকে প্রয়োজনীয় অনুমোদন মিললেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) শিকড় বহুদূর গড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই মামলার তদন্ত করছে সিবিআই। গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট। এবার এই মামলাতেই সামনে এল বড় আপডেট। সপ্তাহ দেড়েকের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সি চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X