বাতিল হয়েছে ২৬,০০০ চাকরি! ‘৩ মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়’! জানিয়ে দিলেন SSC চেয়ারম্যান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত বছর কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেটাই বহাল রেখেছে শীর্ষ আদালত। যার জেরে একধাক্কায় চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। এই আবহে সাংবাদিক সম্মেলনে বসলেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumder)। এদিন নিয়োগ নিয়ে বেশ কিছু বার্তা দেন তিনি।

সাংবাদিক সম্মেলনে কী বললেন এসএসসি চেয়ারম্যান (SSC Recruitment Scam)?

এদিন শুরুতেই হতাশ না হওয়ার বার্তা দেন সিদ্ধার্থ। এসএসসি চেয়ারম্যান বলেন, ‘হতাশ হবেন না। কালকের রায় আমি পেয়েছি অবশ্যই, দেখেওছি। আমাদের আইনজীবীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে। সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে। কিন্তু এখনও কীভাবে কী করতে চলেছি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। আমাদের কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশন নিতে হবে’।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এদিন জানান, ইতিমধ্যেই সরকারের তরফ থেকে একটি চিঠি এসেছে (SSC Recruitment Scam)। সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরুর পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে সেখানে। ‘আমাদের সেই কাজটা দ্রুততার সঙ্গে করতে হবে, আমরা অবশ্যই কালক্ষেপ করব না’, বলেন সিদ্ধার্থ।

আরও পড়ুনঃ ২৬,০০০ কাণ্ডে চাকরিহারা BJP নেতার দাদা-বৌদি! SSC মামলায় তোলপাড়

এসএসসি (School Service Commission) চেয়ারম্যান এদিন জানান, শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়োগ হবে। নয়া নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন করবেন, তাঁদের বয়সের ছাড় প্রদান করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, ‘দু-এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এর জন্য আমরা তৈরি। সরকারের সঙ্গে, আইনজীবীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে’। তবে তিন মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না বলে জানিয়ে দেন তিনি।

সিদ্ধার্থের কথায়, ‘এটা একটা বড় প্রক্রিয়া। তিন মাসের মধ্যে এটা সম্ভব নয়’। কেন সম্ভব নয়, সেটাও জানিয়েছেন তিনি। এসএসসি চেয়ারম্যান বলেন, ’২৬ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন। প্রায় ২২ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেন। এদের মধ্যে নবম-দশমের ১ লক্ষ ৪১ হাজার ও একাদশ-দ্বাদশের দেড় লক্ষ প্রার্থী ছিলেন। সেই কারণে এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে সম্ভব নয়’।

SSC recruitment scam SSC Chairman Siddhartha Majumdar press conference

গতকাল ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিলের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মধ্যে অন্যতম হল, যে সমস্ত চাকুরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তাঁরা নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী তিন মাসের মধ‍্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে তাঁদের জন্য কী ব্যবস্থা? এই বিষয়েও মুখ খুলেছেন এসএসসি চেয়ারম্যান।

সিদ্ধার্থ বলেন, ‘কেউ অন্য চাকরি থেকে এসে থাকলে আমাদের কাছে সেই তথ্য রয়েছে কিনা দেখতে হবে। যিনি চাকরিরত এটা তাঁর পক্ষে জানা সম্ভব। তিনিই পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করবেন। দরকার হলে সুপারনিউমেরারি পদ তৈরি করা যেতে পারে’।

আরও পড়ুনঃ ‘সুযোগ অবশ্যই আছে, কিন্তু…’! রিভিউ পিটিশনে স্বস্তি পাবেন ২৬,০০০ চাকরিহারা? জানালেন আইনজ্ঞরা

নতুন নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নেবেন? সেই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান (SSC Chairman) বলেন, সুপ্রিম কোর্টের রায়ে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ করা নেই। এই বিষয়ে কমিশন আইনজীবীদের পরামর্শ নেবে বলে জানিয়েছেন সিদ্ধার্থ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম বাংলা। গত বছরই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। এই আবহে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু বার্তা দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X