বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ আট বছরের প্রতীক্ষা এবং বহু বিতর্কের পর রবিবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নবম ও দশম শ্রেণির পরীক্ষা। আর ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে। বর্তমানে রাজ্যে এসএসসি (SSC) ইস্যুতে উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। সবদিক মাথায় রেখে কড়া ব্যবস্থা নিচ্ছি স্কুল সার্ভিস কমিশন। প্রশ্নফাঁস রুখতে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।
বহু বিতর্কের পর পরীক্ষা সতর্ক এসএসসি | SSC
সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, শনিবার সাংবাদিক বৈঠক করে সেকথা জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগামীকাল ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসতে চলেছেন মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। মোট ৬৩৬ টি পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা।
সকাল ১০টার সময় পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক রয়েছে। অ্যাডমিট কার্ডে ১১টার মধ্যে উপস্থিতির উল্লেখ রয়েছে। অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। সুরক্ষার কথা মাথায় রেখে প্রাথমিক তল্লাশি হবে পরীক্ষার্থীদের। অ্যাডমিট কার্ডে থাকবে স্ক্যানার। এর মাধ্যমে অ্যাডমিট কার্ড আসল ওয়েবসাইট থেকে ডাউনলোড হয়েছে কী না তা সহজেই বোঝা যাবে।
যদি কোনও অ্যাডমিটে কোনও সমস্যা থাকে, ছবি বা সই-তে কোনও অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে তাদের পরীক্ষা যাতে বাতিল না হয়, তার অরিজিনাল সেল্ফ অ্যাটেস্ট করা আইডি কার্ডের জেরক্স কপি রাখতে হবে সাথে। সব থেকে উল্লেখযোগ্য হল, প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ও ওএমআর শিটে আলাদা আলাদা সিকিওরিটি ফিচার থাকবে। যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলেন, তা এসএসসি-র আধিকারিকরা তৎক্ষণাৎ জেনে যাবেন।
১১.৪৫ এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতেই হবে। পরীক্ষা শুরু হবে ১২টায়। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে ১১.৪৫ মিনিট নাগাদ প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। একই সাথে ওএমআর শিট বা উত্তরপত্র দেওয়া হবে। হাতে পেলেও প্রশ্নপুস্তিকা বেলা ১২টার আগে খুলতে পারবেন না পরীক্ষার্থীরা।
পরীক্ষাকেন্দ্রে স্মার্টওয়াচ, মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ইনভিজিলেটর, ভেন্যু ইনচার্জ, অবজার্ভার কেউই মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভেন্যু ইনচার্জের কাছে সবাইকে নিজেদের মোবাইল ফোন জমা রাখতে হবে। আরও বলা হয়েছে, ওএমআর শিটের এক থেকে পাঁচ নম্বর জায়গা পূরণ করা বাধ্যতামূলক। নয়তো সেটি বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন: ‘শীঘ্রই কেন্দ্রের সঙ্গে DA-র ফারাক কমানো হবে, আর আন্দোলন করতে হবে না’, রাজ্য সরকারের বার্তায় তোলপাড়
পরীক্ষাকেন্দ্রে দামি কোনও বস্তু নিয়ে গেলে তা রাখার জন্য টোকেনের মাধ্যমে বিশেষ ব্যবস্থা থাকবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য একজন করে অবজার্ভার নিয়োগ করা হবে।