বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে। আদালতে একের পর এক মামলা ওদিকে ন্যায্য চাকরির দাবিতে পথে চাকরিপ্রার্থীরা। এরই মাঝে এবার রাজ্যে নিয়োগ নিয়ে বিরাট আপডেট। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মেধা তালিকা (UPPER PRIMARY MERIT LIST) প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন!
বুধবার রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের এক মামলায় হাইকোর্টের (Calcutta High Court) মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যত শীঘ্র সম্ভব তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিকে।
আদালতের নির্দেশের পরই এবার ঘুম ভেঙেছে এসএসসির। হাই কোর্টের পর নির্দেশের পরেই মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
আগামী এক সপ্তাহের মধ্যে মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করতে পারবে বলে জানিয়েছি এসএসসি।
আরও পড়ুন: হস্টেলে পড়ে স্বপ্নদীপের দেহ! ওদিকে মৃত্যুর প্রমাণ মেটাতে যা করেছিল সৌরভ, ফাঁস করল পুলিশ
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কমিশনের ওয়েবসাইটেই মেধা তালিকা প্রকাশ করা হবে। তবে মেধা তালিকা প্রকাশ হলেও এখনই নিয়োগ করা যাবে না বলেও সাফ জানিয়েছে উচ্চ আদালত। প্রসঙ্গত, আজ থেকে প্রায় ৮ বছর আগে রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে। সেই সময়েই নিয়োগের শূন্য পদের সংখ্য ছিল প্রায় ১৪,৪০০ এর কাছাকাছি।
ফলে দীর্ঘ এই সময় ধরে নিয়োগের আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে চাকরিপ্রার্থীরা। জানা যাচ্ছে আদালতের নির্দেশের পর খুব সম্ভবত মঙ্গলবার সেই তালিকা স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারে। আগামী ৩১ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ। সেই শুনানিতে এই মামলার রায় দেওয়ার সময় কত শূন্য পদ রয়েছে সেটাও এডভোট জেনারেল কে জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত উচ্চ প্রাথমিকে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক দল চাকরিপ্রার্থী। তাদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, এক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার পরে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। তাই অনিয়মের বিষয় স্পষ্ট।
আরও পড়ুন: শান্তিপুরে BJP-র জয়জয়কার! এমন কাণ্ড হল খুশিতে লাফাচ্ছেন গেরুয়া কর্মী-নেতারা
আবার অন্যদিকে ঐ একই বেঞ্চ গতকাল প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণ নিয়ে আর একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে! ডিভিশন বেঞ্চ জানিয়েছে , ২০২২ সালের প্রাথমিক নিয়োগে উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকেরা প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের মতো ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন না।
প্রসঙ্গত, পূর্বে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আইন ২০১৬–এর উল্লেখ করে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে মোট যা শূন্যপদ তার ১০ শতাংশ আসন উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে। বিচারপতির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন পার্শ্ব শিক্ষক। সেই মামলাতেই বড় রায় হাইকোর্টের।