বাংলাহান্ট ডেস্ক : এসএসসি (School Service Commission) পরীক্ষা নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। সম্প্রতি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক শিক্ষিকাদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় করুণাময়ী চত্বরে। তার মাঝেই মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ এসএসসির (School Service Commission)
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করছে এসএসসি। উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিল হওয়ায় প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল হয়। সুপ্রিম কোর্ট সে সময় নির্দেশ দিয়েছিল, চলতি বছরের মধ্যেই নতুন করে নিয়োগের ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ মতোই হয়েছে পরীক্ষা।

নতুন করে শুরু বিতর্ক: নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির লেখা পরীক্ষা হয়ে গিয়েছে আগেই। গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা বাকি থাকলেও একাদশ ও দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। আর তা নিয়েই বিতর্ক। কাট অফ ৭০ শতাংশেরও বেশি। ফলত বিপাকে পড়েছেন নতুনরা। সেই সঙ্গে অভিযোগ, কোর্টের বারণ সত্ত্বেও দাগি প্রার্থীরা পরীক্ষায় বসেছেন, কয়েকজন ডাকও পেয়েছেন ইন্টারভিউতে।
আরও পড়ুন : দাঁত ফোটাতে পারেনি ‘মিত্তির বাড়ি’, মিঠাইয়ের জনপ্রিয়তা সঙ্গে নিয়েই চ্যানেল বদল আদৃতের!
বিক্ষোভে উত্তাল করুণাময়ী: কাটঅফ বেশি থাকায় ৬০ নম্বর পেয়েও অনেকের ভাগ্যেই শিকে ছেড়েনি। মোট ২০ হাজারের কিছু বেশি প্রার্থী ডাক পেয়েছেন ইন্টারভিউয়ের (School Service Commission) জন্য। এনিয়ে মঙ্গলবার করুণাময়ী চত্বর উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ দেখান পুরনো এবং নবাগত চাকরিপ্রার্থীরাও।
আরও পড়ুন : ‘রামকে কোনোকালেই পছন্দ নয়’, হনুমানের পর রঘুনন্দনকে কটাক্ষ, বড়সড় বিপাকে রাজামৌলি
করুণাময়ী চত্বরে উত্তেজনা বাড়ায় আসরে নামে পুলিশ। চলে ধরপাকড়। শূন্যপদ বাড়ানোর দাবি ওঠে উভয়পক্ষেই। বিষয়টি ইতিমধ্যেই পৌঁছেছে হাইকোর্ট পর্যন্ত। অব্যাহত বিতর্কের মাঝেই এবার ইন্টারভিউয়ের ডাক পেলেন চাকরিপ্রার্থীরা।












