TET পাশ হলেই চিন্তা শেষ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর, দারুণ উদ্যোগ নিল SSC!

   

বাংলা হান্ট ডেস্কঃ টেট পাশ করলে আর চিন্তা নেই! উচ্চ প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীদের নিয়ে একবার ভাবল এসএসসি (School Service Commission)। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাঁদের ভবিষ্যতের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা ঘোষণা করা হয়েছে। এর ফলে চাকরিপ্রার্থীদের কী সুবিধা হল?

চলতি জুন মাসের ১৮ তারিখ SSC-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রত্যেক উচ্চ প্রাথমিক টেট (TET) পাশ চাকরিপ্রার্থীদের পরীক্ষার লাইফটাইম বৈধ সার্টিফিকেট (TET Certificate) প্রদান করা হবে। অর্থাৎ এই পরীক্ষায় পাশ করা প্রার্থীদের আজীবনের জন্য এই শংসাপত্র দেওয়া হবে।

এর আগে ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (NCTE) দ্বারা TET পাশ চাকরিপ্রার্থীদের শংসাপত্রের (TET Exam Certificate) বৈধতা করা হয় ৭ বছর। তবে পরবর্তীতে সেই নিয়মে বদল এনে আজীবন বৈধতার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই নিয়ম অনুযায়ীই SSC-র তরফ থেকে চাকরিপ্রার্থীদের শংসাপত্র প্রদানের উদ্যোগ নেওয়া হল।

আরও পড়ুনঃ দালালদের মাথায় বাজ! জমি কিনতে গিয়ে আর ঠকতে হবে না, নয়া উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মূলত ২০১১-এর শংসাপত্রের জন্য আর্জি জানানো হয়েছে। প্রার্থীরা আগামী ৩১ জুলাই অবধি সপ্তাহের কর্মদিবসে দুপুর ২টো অবধি আবেদন করতে পারবেন। বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে পুর্নবিবেচিত বৈধ সার্টিফিকেট দেওয়া হবে। কোন দিন কোন অঞ্চলের প্রার্থীদের শংসাপত্র দেওয়া হবে, ইতিমধ্যেই সেই বিষয়ে একটি সময়সূচী প্রকাশ করা হয়েছে।

জানানো হয়েছে, শহর কলকাতায় সল্টলেকের বুকে আচার্য সদন থেকে লাইফটাইম বৈধ সার্টিফিকেট দেওয়া হবে। সেই সঙ্গেই বর্ধমানে পূর্বাঞ্চলীয়, মালদায় উত্তরাঞ্চলীয়, বাঁকুড়ায় পশ্চিমাঞ্চলীয় এবং বারাসাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় দফতর থেকেও এই সার্টিফিকেট মিলবে।

School Service Commission

আগামী ১৯-২১ জুন, ২০২৪ তারিখ সমস্ত এলাকার প্রার্থীরা সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। ২৪-২৮ জুন অবধি উত্তর ও পূর্বাংশের প্রার্থীরা পাবেন। ১-৫ জুলাই পশ্চিম ও দক্ষিণাংশ এবং ৮-১২ জুলাই উত্তর ও দক্ষিণ পূর্বাংশের প্রার্থীরা পাবেন। এরপর ১৫-১৯ জুলাই পূর্ব ও পশ্চিমাংশ, ২২-২৬ জুলাই দক্ষিণ পূর্ব ও দক্ষিণাংশ এবং ২৯-৩১ জুলাই সমস্ত এলাকার প্রার্থী সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর