সুপ্রিম কোর্টে দাখিল হল ক্যাভিয়েট, শিক্ষক নিয়োগ নিয়ে যা জানালেন SSC চেয়ারম্যান…

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ প্রাথমিকে (Upper Primary) ১৪,৩৩৯ শূন্যপদের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশের জন্য পর্ষদকে ৪ সপ্তাহ সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের দেওয়া সময়ের আগেই মেধা তালিকা প্রকাশে তৎপর স্কুল সার্ভিস কমিশন (SSC)। এসএসসি জানিয়েছে আগামী সপ্তাহেই মেধা তালিকা প্রকাশ করতে চলেছেন তারা।

সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে ক্যাভিয়েট

এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট করেই বলেন, ‘ আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা হবে। এটাই আমাদের লক্ষ্য।’ এরই মাঝে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে ক্যাভিয়েট। সোমবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশন।

   

সর্বোচ্চ আদালতে এসএসসির আবেদন, কোন‌ও চাকরিপ্রার্থী বা পরীক্ষার্থীরা শীর্ষ আদালতে মামলা করলে তা এসএসসি-কে তা জানাতে হবে। না জানিয়ে মামলা করলে তা যাতে গ্রহণ করা না হয় আর্জি জানিয়েছে কমিশন।

নিয়োগ নিয়ে যা বললেন SSC চেয়ারম্যান

এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “এমন হতে পারে হয়তো একটি মামলার রায় হওয়ার পরে তা সুপ্রিম কোর্টে নতুন করে বিচার হয়ে গেল। এদিকে এসএসসি বিষয়টি সম্পর্কে কিছুই জানল না। এমনটা যাতে না হয় তাই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই উচ্চ প্রাথমিকে ১৪,০৫২ জনকে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ ছিল নতুন মেধাতালিকা তৈরি করতে হবে ৪ সপ্তাহের মধ্যে। তার পর মোট ১৪,০৫২ জনের কাউন্সেলিং করতে হবে। যার জন্য ৪ সপ্তাহ সময় দিয়েছিল হাইকোর্ট। কাউন্সেলিংয়ের পর যোগ্য প্রার্থীদের দ্রুত সুপারিশপত্র দিতে হবে। আদালত জানিয়েছে, এব্যাপারে SSC যেন কোনও ঢিলেমি না করে তেমনটাও স্পষ্ট করে জানিয়েছিল আদালত। আর আদালতের নির্দেশ মতো এবার তৎপর কমিশন।

teacher

আরও পড়ুন: DA না বাড়লেও ফের নয়া ছুটির ঘোষণা রাজ্যে, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদদের সংখ্যা ১৪,৩৩৯টি। মোট প্রার্থী তার চাইতে কম। প্রার্থী সংখ্যা ১৪,০৫২ জন। যোগ্য প্রার্থীর সংখ্যাও অনেকটাই কম। তাই এবারে অধিকাংশরই চাকরি হয়ে যাওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে পুজোর আগেই সব নিয়োগ হয়ে যাবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর