বাংলা হান্ট ডেস্ক: বসন্তের পাতাঝরার মরশুমে হু হু করে বাড়ছে গরমের দাপট। এমতাবস্থায় সামনে আসছে নতুন একটি সঙ্কট। যেখানে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ঘটছে আগুন লাগার ঘটনা। বরং বলা ভালো ঘটছে “আগুন লাগিয়ে দেওয়ার” ঘটনা। কিছু অর্বাচীন মানুষের জন্য তাই ঘুম উড়ছে বন দপ্তর থেকে শুরু করে পরিবেশপ্রেমীদের। সেইরকমই এক ঘটনা ঘটেছে বাঁকুড়ায় (Bankura)।
কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার জঙ্গলে ঘটেছিল আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। যেখানে ভরদুপুরে দাউদাউ করে জ্বলতে দেখা যায় জঙ্গল। এদিকে, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ৬০ নম্বর জাতীয় সড়ক। এমন পরিস্থিতিতে, দমকলের প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপিত করব সেটি ঘটেছে বাঁকুড়ায়। সেখানেও, ঠিক একইভাবে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে।
তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এক্ষেত্রে আগুন নেভানোর কাজে কাঁধে কাঁধ মিলিয়ে লেগে পড়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাঁদের চেষ্টায় সম্ভব হয় আগুন নেভানোর কাজ। জানা গিয়েছে যে, কয়েকদিন আগেই বাঁকুড়ার খাগ জুনিয়ার হাইস্কুলে পরীক্ষা চলছিল। সেখানেই পরীক্ষার শেষে হঠাৎই পঞ্চম শ্রেণির এক ছাত্র খবর দেয় যে স্কুলের অনতিদূরে থাকা জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়েছে। আর তারপরেই পড়ুয়ারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর সিদ্ধান্ত নেয়। কারণ, তীব্র বাতাসের আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: অজান্তেই দাদুর কেনা SBI-এর শেয়ারে ৩০ বছর পর মালামাল হলেন নাতি, ৫০০ টাকা পৌঁছে গেল….
এমতাবস্থায়, বাইরের ৪০ ডিগ্রি সেলসিয়াসের গরমকে উপেক্ষা করে আগুন নেভানোর কাজে হাত লাগায় পড়ুয়ারা। এক ঘন্টার অক্লান্ত চেষ্টার পর আয়ত্তে আনা সম্ভব হয় আগুন। আর এইভাবেই স্কুল সংলগ্ন জঙ্গলকে আগুনের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এই পুরো বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।
আরও পড়ুন: স্বপ্নপূরণের জেদ! জ্যামে দাঁড়িয়েই UPSC-র প্রস্তুতি Zomato-র ডেলিভারি এজেন্টের, ভাইরাল ভিডিও
পাশাপাশি, পড়ুয়াদের “সবুজ বাহিনী” যেভাবে আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিল সেই ছবিও সামনে আনা হয়েছে। যেটি প্রত্যক্ষ করে প্রত্যেকের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। শুধু তাই নয়, বর্তমান সময়ে যেখানে একের পর এক বড় জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে সেখানে স্কুলের পড়ুয়াদের সবুজ বাঁচানোর লক্ষ্যে এইভাবে ঝাঁপিয়ে পড়ার ঘটনা যে দৃষ্টান্ত হয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।