বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিষেধাজ্ঞা ছিলই। এবার আরও কড়াকড়ি। রাজ্যে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের (Teachers) প্রাইভেট টিউশনি বন্ধ করতে নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে শিক্ষাদপ্তর (Education Department)। আর শুধু মৌখিক নির্দেশ নয়, এবার বিভিন্ন নির্ভরযোগ্য গোপন সূত্র ব্যবহার করে পথে নেমে কড়া নজরদারি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ঘাটাল মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক হিমাদ্রীশেখর ঘোষ।
প্রাইভেট টিউশনি বন্ড করতে কড়া দাওয়াই | Teachers
তিনি বলেন, সরকারি স্কুলের কোনও শিক্ষক বা শিক্ষিকা সরকারি বিধি লঙ্ঘন করে যদি লুকিয়ে টিউশন করা চালিয়ে যান, তবে শিক্ষা দপ্তরের নিয়ম অনুসারে এবার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, স্কুল শিক্ষকদের টিউশন নিয়ে বহুদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে গৃহ শিক্ষক সংগঠন। তাদের দাবি, আইন অমান্য করে স্কুলের শিক্ষকরা প্রাইভেটে টিউশন করলে তাদের পেট চালাতে সমস্যা হচ্ছে।
সরকারের নিয়ম মেনে তাদের জীবিকা নির্বাহ করতে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয় সেটা দেখার আর্জি জানানো হয় গৃহ শিক্ষক সংগঠনের তরফে। হাইকোর্টে মামলাও হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষক গৃহশিক্ষকতা করেন, তারা আইন লঙ্ঘন করছেন। আগেই শিক্ষাদপ্তর থেকে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।
তবে অভিযোগ এখনও বহু শিক্ষক ছলচাতুরি করে প্রাইভেট টিউশনি করে চলেছেন। তাঁদের মধ্যে অনেকে আবার দাবি করেন, তাঁরা পারিশ্রমিক ছাড়াই নাকি ছাত্রছাত্রীদের স্বার্থে টিউশন পড়াচ্ছেন। এবার এই সমস্যা সমাধানের জন্য নয়া সিদ্ধান্তে কথা বলেন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক।

আরও পড়ুন: ‘যোগ্য’, এই প্রথম লিখিত অর্ডারে স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, SSC মামলায় বড়সড় স্বস্তিতে শিক্ষকরা
ঘাটাল মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক হিমাদ্রীশেখর ঘোষ জানিয়েছেন, যদি কোনও স্কুল শিক্ষক বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের পড়িয়ে সাহায্য করতে চান, তবে কেবল নিজের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেই তাঁর পড়াতে হবে। অন্য স্কুলের ছাত্রছাত্রীদের বিনে পয়সাতে পড়ানোর আর সুযোগ থাকবে না এবার থেকে।












