বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে পশ্চিমবঙ্গের স্কুলে চলছে গ্রীষ্মকালীন অবকাশ। বেশ কিছুদিন ধরে বন্ধ স্কুল। এমন অবস্থায় ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের মনে প্রশ্ন একটাই, কবে থেকে শুরু হচ্ছে স্কুল (School)? সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার আপডেট সামনে এসেছে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে স্কুল খোলা নিয়ে জল্পনা কল্পনা চলছে রাজ্যের মধ্যে।
সেই সংক্রান্ত একটি মামলার শুনানি চলার সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্কুল খোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত করেছেন। আদালতের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় যে স্কুল কবে খুলছে? কারণ স্কুল খোলার পর যদি শিক্ষকের অভাব দেখা যায় তাহলে ব্যাহত হবে পড়ুয়াদের পড়াশুনা।
বিচারকের এই প্রশ্নের উত্তরে রাজ্যের এডভোকেট জেনারেল জানান যে অর্ডার না আসা পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সূত্রের খবর অ্যাডভোকেট জেনারেলের এই উত্তর শুনে রীতিমতো অবাক হয়ে যান বিচারক। এমন অবস্থায় বিচারপতি জানানো হয় যে অত্যধিক গরমের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি।
এরপর বিচারপতি হরিশ টন্ডন ও প্রসেনজিৎ বিশ্বাস প্রশ্ন করেন, স্কুল খোলার বিষয় টেনটেটিভ ডেট তো একটা আছে। বিচারকদের এই প্রশ্নের উত্তরে রাজ্যের এডভোকেট জেনারেল জবাব দেন যে রাজ্য সরকার ১৪ই জুন স্কুল খোলার ব্যাপারে চিন্তা ভাবনা চালাচ্ছে। কলকাতা হাইকোর্টে এখন গরমের ছুটি চলছে।
কোটে ট্রান্সফার রুলস টেন সি শোনার জন্য আদালত দুটি দিন ধার্য করেছে। একটি তারিখ হল ১৩ ই জুন ও অপরটি ১৪ই জুন। মামলাকারীরা আদালতে নিজেদের বক্তব্য পেশ করবেন আগামী ১৩ই জুন। এরপর রাজ্যের এডভোকেট জেনারেল নিজের বক্তব্য রাখবেন আগামী ১৪ জুন।