বয়স বাড়লেও চুলে ধরবে না পাক! অবিশ্বাস্যকর তথ্যের সন্ধান দিলেন বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্ক : বয়স বৃদ্ধির সাথে সাথে কেন মানুষের চুল সাদা (Gray Hair) হয়ে যায় এই প্রশ্ন আমাদের সবার মনেই জাগে। কেন বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের মাথার চুল সাদা বা ধূসর হয়ে যায় সেই কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা। নিউইয়র্ক পোস্টে বিজ্ঞানীদের একটি দাবি উদ্ধৃত করে বলা হয়েছে, মেলানোসাইট স্টেম আটকে যায় মানুষের চুলের ভিতর এবং সেটি অক্ষম হয় রঙ্গক (জীব-উদ্ভিদ প্রভৃতির দেহের রঞ্জক পদার্থ) তৈরিতে।

সম্প্রতি এই বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সাইন্টিফিক জার্নাল নেচারে। প্রকাশিত সেই গবেষণার দৌলতে একটি অতি প্রয়োজনীয় তথ্য সামনে এসেছে। মানুষের মাথার চুল বয়স বৃদ্ধির সাথে সাথে কিভাবে ধূসর হয়ে যায় তা জানার জন্য বিজ্ঞানীরা ট্র্যাক করেছিলেন ইঁদুরের পশমের পৃথক কোষগুলিকে। প্রায় দুই বছর ধরে বিজ্ঞানীরা এই গবেষণার পিছনে পরিশ্রম করছেন।

এই সময় বিজ্ঞানীরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন চুলের রং নিয়ন্ত্রণের জন্য পরিচিত মেলানোসাইট স্টেম সেলগুলিকে। বিশেষ স্ক্যান ও কৌশলের সাহায্যে বিজ্ঞানীরা কোষের বার্ধক্য প্রক্রিয়া অধ্যায়ন করেছেন। গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন যে, স্টেমের সেলের যে অংশটা রঙ্গক উৎপাদন করে,তা পরিবর্তিত হচ্ছে ইঁদুরের বয়স বাড়ার সাথে সাথে।

এই গবেষণায় বলা হয়েছে, মেলানোসাইট স্টেম সেল সিস্টেম অন্যান্য প্রাপ্তবয়স্ক স্টেম সেলের তুলনায় কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তারপরে পাক ধরতে শুরু করে চুলে। বিজ্ঞানীদের মতে, ইঁদুরের মতোই ঠিক এইভাবে বয়স বাড়ার সাথে সাথে মানুষের চুলে পাক ধরে। চুলের বয়স যত বৃদ্ধি পেতে থাকে মেলানোসাইট স্টেম সেল চুলের ফলিকলের একটি অংশে আটকে যায়।

Gray hair

এটিকে বলা হয় হেয়ার ফলিকল বুলজ (Hair Follicle Bulge)। এর ফলে বয়স বাড়ার সাথে সাথে চুল ঝরতে থাকে ও পাক ধরতে থাকে। ফলিকলের চারপাশে স্টেম কোষগুলির ঘোরাফেরা বন্ধ হয়ে যাওয়ার ফলে তা ব্যর্থ হয় সম্পূর্ণভাবে মেলানোসাইটে পরিণত হতে। এই গবেষণার প্রধান বিজ্ঞানী কি সাং বলছেন, “মেলানোসাইট কোষ থেকেই সমস্যার সূত্রপাত। এই পজিশনিং ঠিক করা গেলে আর পাক ধরবে না চুলে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর