লুকিয়ে রয়েছে কোনো রহস্যময় জীব? সমুদ্রে ভাঙা সোনালি ডিমের সন্ধান পেতেই ঘুম উড়েছে বিজ্ঞানীদের

বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যেগুলি সম্পর্কে শুধু সাধারণ মানুষই নয় বরং বিজ্ঞানীরাও (Scientists) পুরোপুরি অবগত নন। তবে, বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতির ওপর ভর করে প্রায়শই এহেন রহস্যজনক বিষয় সামনে আসছে। যেগুলিকে অনুসন্ধানের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার লক্ষ্যে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ঠিক সেইরকমই এক বিষয় সামনে এসেছে। মূলত, এবার এমন এক রহস্যময় বস্তু সমুদ্র থেকে পাওয়া গেছে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমেরিকায় সমুদ্রের তলদেশে সোনালি রঙের একটি রহস্যময় ভাঙা ডিম পাওয়া গেছে। তবে, সেটি সত্যিই একটি ডিম নাকি অন্য কিছু সেটাও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়। এই প্রসঙ্গে ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার আলাস্কায় সোনালি ডিমের মতো একটি জিনিস খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

Scientists are worried about finding broken golden eggs in the sea

আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, এই সোনালি জিনিসটি ত্বকের টিস্যুর মতো নরম। বিশেষজ্ঞরা এটি আসলে কি তা স্পষ্টভাবে জানেন না। কিছু বিশেষজ্ঞ দাবি করেন যে, সেটি কোনো কিছুর ডিম। হয় সেটির ভিতর থেকে কিছু বেরিয়ে এসেছে বা সেটির ভিতরে কিছু প্রবেশ করার চেষ্টা করেছে।

আরও পড়ুন: রেল ট্র্যাকের পাশে থাকা এই বক্সগুলিই বাঁচায় লক্ষ লক্ষ যাত্রীর প্রাণ! এগুলির কাজ জানলে চমকে উঠবেন

রহস্যময় ডিম: এদিকে, এই রহস্যময় ডিম সমুদ্রতলের প্রায় ৩ কিলোমিটার গভীরে পাওয়া গেছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এটিকে জল থেকে বের করার প্রক্রিয়া অনলাইনে স্ট্রিম করেছে। এখন ল্যাবে ওই রহস্যময় বস্তুটির ডিএনএ টেস্ট করা হচ্ছে। এরপরই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। বিশেষজ্ঞরাও বলতে পারছেন না যে কিভাবে ওই জিনিসটিতে গর্ত তৈরি হয়েছিল। তবে, তাঁদের অনুমান হয়তো কোনো সামুদ্রিক প্রাণী সেটির ভেতরে প্রবেশের চেষ্টা করেছে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ কানেক্টিভিটি করিডোরের হল শুভারম্ভ, সামিল রয়েছে ৮ টি দেশ

কি জানাচ্ছেন বিজ্ঞানীরা: এদিকে, বিজ্ঞানীরা এই বিষয়ে চিন্তিত যে, এমন কোন ধরণের প্রাণী রয়েছে যার এমন ধরণের ডিমের খোসা রয়েছে! এই প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ প্লাইমাউথের ডিপ-সি ইকোলজির অধ্যাপক কেরি হাওয়েল জানিয়েছেন যে, এই জিনিসটি বেশ অনন্য এবং আশ্চর্যজনক। তিনি জানান, তাঁর ২০ বছরের অভিজ্ঞতায় তিনি এমন কিছু দেখেননি। তিনি আরও বলেন, সমুদ্রের সাথে সম্পর্কিত এমন অনেক বিষয় রয়েছে যেগুলি বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে, সোনালি ডিমের মতো এই জিনিসটি একটি নতুন আবিষ্কার হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর