ক্যান্সার চিকিত্সায় বড় জয় বিজ্ঞানীদের! ক্যান্সার কোষ ধ্বংস করতে আবিষ্কার হল টি-সেল

বাংলা হান্ট ডেস্কঃ ক্যান্সার চিকিত্সায় আরও একধাপ এগিয়ে গেল মেডিক্যালের বিজ্ঞানীরা। এমন একটি প্রতিরোধকারী কোষ আবিষ্কায় করা হয়েছে, যা ক্যান্সার আক্রান্ত কোষের কার্যক্ষমতাকে ধ্বংস করে। প্রতিরোধকারী কোষটি হল টি-সেল। বিজ্ঞানীদের দাবি, টি সেল দীর্ঘমেয়াদী ক্যান্সারের চিকিত্সা নয়, এই থেরাপির সাহায্যে এখাদিক ধরণের ক্যান্সার কোষকেই ধ্বংস করতে সক্ষম হয়।

images 45

কিন্তু এই টি-সেল আসলে কী?

টি-সেল হল এক ধরণের শ্বেতরক্তকণিকা, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ও তার কার্যকলাপের অন্যতম অঙ্গ। টি-সেল শরীরে প্রবেশ করা যাবতীয় ভাইরাস, ব্যাকটিরিয়া প্রতিহত করে শরীরকে সুস্থ্ রাখতে সাহায্য করে। আর এই টি-সেল থেরাপির মাধ্যমেই ক্যন্সারের চিকিত্সা করা যাবে। কৃত্তিম উপায়ে টি-সেলের সংখ্যা শরীরে বাড়িয়ে সেগুলি ক্যান্সার কোষকে ধ্বংস করানো হবে। এর ফলে দীর্ঘসময় তো লাগবেই না আর ক্যামোথেরাপি ছাড়াই ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিত্সা করা সম্ভব হবে।

এখন প্রশ্ন হচ্ছে এই যে কৃত্তিম উপায়ে টি-সেল বা শ্বেত রক্তকণিকা বাড়ানো হবে শরীরে, তা কীভাবে সম্পন্ন হবে!

বিজ্ঞানীরা বলছেন, শ্বেতরক্তকণিকা রক্ত থেকে সংগ্রহ করে সেগুলিকে পরীক্ষাগারে কৃত্তিম উপায়ে বিভাজিত করে ও বৃদ্ধি করা হবে। এরপর কোষগুলির জিনগত পরিবর্তন ঘটিয়ে তাদেরকে এমনভাবে চালিত করা হবে যে, কৃত্তিমভাবে উত্পন্ন কোষগুলি যাতে শুধু শরীরে থাকা ক্যান্সার কোষগুলিকেই ধ্বংস করে।

এই কোষগুলির নতুন নামকরণ করা হয়েছে। সেটি হল এমআর-১(MR-1) । তবে এখনও পর্যন্ত এটি কোনও মানুষের উপর প্রয়োগ করা হয়নি। টি-সেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছে বৈজ্ঞানিকদের। এবার মানুষের উপর তা প্রয়োগ করতে আর কিছু পদক্ষেপ বাকি রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

 


সম্পর্কিত খবর