মধ্যপ্রদেশে ভাঙছে কংগ্রেস! জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাত ধরে তৈরি হবে নতুন দল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কংগ্রসের (Congress) মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিনদিন বেড়েই চলেছে। এবার রাজ্যে পোস্টার ওয়ার শুরু হয়েছে। মধ্যপ্রদেশের শিবপুরিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) সমর্থকেরা শহরে বড়বড় পোস্টার লাগিয়েছে। ওই পোস্টারে কমলনাথ, সিন্ধিয়ার রাহুল গান্ধীর সাথে একটি ছবি লাগানো হয়েছে।

পোস্টারে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী কমলনাথ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মর্যাদা ভুলে গেছেন, ওনার বিরুদ্ধে যেটা বলেছেন কমলনাথ সেটা নিয়ে বিচার করা উচিৎ। গণতান্ত্রিক দেশে নিজের মত প্রকাশ করায় দল মজবুত হয়। এক ব্যাক্তি, এক পদ এর ফর্মুলা ভুলে গেছে কমলনাথ সরকার।” এছাড়াও এক সমর্থক সিন্ধিয়াকে কংগ্রেস ছেড়ে নতুন দল বানানোর পরামর্শ দিয়েছে।

গোয়ালিয়রে এক কংগ্রেস নেত্রীও সোশ্যাল মিডিয়ায় সিন্ধিয়াকে আলাদা করে দল বানানোর পরামর্শ দিয়েছে। সিন্ধিয়ার বাবা মাধবরাও সিন্ধিয়া যেই সূর্যের চিহ্নে ভোটে লড়েছিলেন, সেই চিহ্নকে সামনে রেখে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে আবারও লড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মধ্যপ্রদেশ কংগ্রেসে কমলানাথ, দিগবিজয় সিং আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাপুটে নেতা বলেই পরিচিত। কমলনাথ মুখ্যমন্ত্রী হলেও দিগবিজয় সিং পিছন থেকে সরকারের দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়াই সবার থেকে আলাদা হয়ে রোজই সরকারের বিরুদ্ধে বয়ানবাজি করে চলেছেন। আর ওনার সমর্থনে কংগ্রেসের অনেক নেতা এবং বিধায়কেরা আছেন।

সম্পর্কিত খবর

X