কাশ্মীর ফাইলসের চাহিদা তুঙ্গে, পাত্তা পেল না অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar) যখন ‘বচ্চন পাণ্ডে’র (Bachchan Pandey) মুক্তির তারিখ ঘোষনা করেছিলেন তখন তিনি ভাবতেও পারেননি যে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর মতো একটি ছবি তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারে। কিন্তু  সেই অসম্ভবই সম্ভব হয়ে দাঁড়িয়েছে। এক সপ্তাহে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি। মুক্তির সময়ে ‘বচ্চন পাণ্ডে’র প্রতিযোগী কেউ ছিল না বটে। কিন্তু স্ক্রিন সংখ‍্যা নিয়ে ইতিমধ‍্যেই টক্কর শুরু হয়ে গিয়েছে দুটি ছবির মধ‍্যে।

তবে পাল্লা কাশ্মীর ফাইলসের দিকেই ভারী বলে জানা যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই স্ক্রিন সংখ‍্যা বাড়ছে এই ছবির। প্রথমে প্রায় ৬০০ র কাছাকাছি স্ক্রিন পেয়েছিল এই ছবি। কিন্তু যে পরিমাণে দর্শকদের চাহিদা বাড়ছে তা মাথায় রেখে স্ক্রিনের সংখ‍্যাও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, তৃতীয় দিনে নাকি ২০০০ টি স্ক্রিনে চলেছে দ‍্য কাশ্মীর ফাইলস। প্রচারের অভাব, কম বাজেট, সাধারণ দিনে মুক্তির মতো ঝুঁকি ছিল এই ছবির ক্ষেত্রে।

The Kashmir Files 1200by667
উপরন্তু দ‍্য কাশ্মীর ফাইলসের প্রতিপক্ষও কিন্তু যথেষ্ট শক্তিশালী। কিন্তু তবুও গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, রাধে শ‍্যাম ও ব‍্যাটম‍্যানকে কড়া টক্কর দিয়ে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি। সবার মুখেই এখন এই ছবিরই নাম। আরো ২০০০ টি স্ক্রিন বাড়াতে হয়েছে বলে খবর সূত্রের।

জানা যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহে নাকি প্রায় ৪০০০ টি স্ক্রিনে চলবে দ‍্য কাশ্মীর ফাইলস। হল মালিকরাও নাকি এই ছবির পক্ষেই রয়েছেন বেশিরভাগ। এর মাঝেই ১৮ মার্চ মুক্তি পেয়েছে বচ্চন পাণ্ডে। জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ৩০০০ টি স্ক্রিন পেয়েছে এই ছবি, যা কিনা ‘সূর্যবংশী’র থেকেও কম।

Bachchan Pandey
অক্ষয়ের মতো একজন তারকার ক্ষেত্রে এই সংখ‍্যাটি যথেষ্ট কম বলেই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। উল্লেখ‍্য, আগামী সপ্তাহে কিন্তু প্রতিযোগিতাটা আরো বাড়বে। কারণ আগামী ২৫ মার্চ মুক্তি পেতে চলেছে এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘আর আর আর’। এমতাবস্থায় অক্ষয়ের ছবি কতটা ব‍্যবসা করতে পারে সেটাই দেখার।


Niranjana Nag

সম্পর্কিত খবর