বিশ্বের সবচেয়ে অখুশি দেশ আফগানিস্তান! সুখি দেশের তালিকায় অনেক উন্নতি ভারতের

বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশিত হল রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এই বার্ষিক সূচকে সবচেয়ে সুখী দেশ হিসেবে সবার প্রথম স্থান করে নিয়েছে ফিনল্যান্ড এবং সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে আফগানিস্তানের নাম। দেখে নেওয়া যাক এই সূচকে ভারতের অবস্থান ঠিক কোথায়?

সূত্রের খবর মানুষের খুশির পরিমাণ মূল্যায়নের সাথে সাথে অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করেই তৈরি হয় এই সূচকটি। 0 থেকে 10 এর স্কেলে সুখের রেটিং তৈরি করে যা তিন বছরের সময়ের ডেটা থাকে তার গড়ের উপর তৈরি হয় এই রিপোর্ট। এবছর এই রিপোর্টে সবচেয়ে উন্নতি করেছে সার্বিয়া, রোমানিয়া ও বুলগেরিয়ার মতো দেশগুলি। জানা গিয়েছে, এই সূচকে আফগানিস্তান সবার শেষে জায়গা করে নিয়েছে। দাবি করা হচ্ছে গত বছর তালিবান আফগানিস্তান নিজেদের হাতে নেওয়ার পর সেখানকার অবস্থা আরো শোচনীয় হয় এবং এর ফলে এই দেশের এই হাল।

তবে বলে রাখা ভালো, এই রিপোর্টটি তৈরি হয় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির আগে। ফলে সেই যুদ্ধের প্রভাব এই রিপোর্টে অবশ্য দেখা যায়নি। রাষ্ট্রসঙ্ঘের প্রতিটি সূচকে ইউরোপীয় দেশগুলো তালিকার সবচেয়ে প্রথমেই থাকে। যেমন ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের মত দেশগুলি। এছাড়াও আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলো উপরের দিকে স্থান করে নিয়েছে। এবার আসা যাক ভারতের কথায়; আগের সূচকে ভারতের স্থান ছিল 139 নম্বরে আর বর্তমানে প্রায় তিন ধাপ উন্নতি করে 136 নম্বরে জায়গা করে নিয়েছে ভারত।

বিশ্বের প্রথম পাঁচটি সুখী দেশের তালিকা করলে ঠিক এরকম দাঁড়ায়: প্রথমে অবশ্যই থাকবে ফিনল্যান্ড এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে যথাক্রমে ডেনমার্ক ও আইসল্যান্ড। টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। এর মধ্যেই উল্লেখ্য ব্যাপার, প্রথম দশে নিজেদের স্থান করে নিয়েছে নিউজিল্যান্ড দেশটি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর