বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক যুবতী। এবার যশের সাথে তাঁর ভিডিও কলের স্ক্রিনশট শেয়ার করেছেন ওই যুবতী। এমতাবস্থায়, তাঁদের পুরনো চ্যাটগুলি সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যশ দয়াল সদ্য IPL চ্যাম্পিয়ন হওয়া RCB-র একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এদিকে, দয়ালের কথিত বান্ধবী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন, “তোমাদের মতো ব্যক্তিদের কর্মের করুণায় ছেড়ে দেওয়া যাবে না। কারণ তোমরা ঈশ্বরকেও ভয় পাও না।”
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল স্ক্রিনশট:
সোশ্যাল মিডিয়ায়, ওই যুবতী যশ দয়ালের সঙ্গে ভিডিও কলের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে (Social Media) যশের সঙ্গে কিছু ছবিও রয়েছে। এই ছবিগুলি ২০২২ সালের। সেই সময়ে যশ গুজরাট টাইটান্সে ছিলেন। তখনকার ছবিও পোস্ট করা হয়েছিল।
I don’t know Yash Dayal’s side of the story, but that girl is not lying.
If she wanted fame then she could have made her Insta public earlier also. It has clear photos of her with Yash Dayal.
If you can’t do anything else then don’t show your identity in her comments. pic.twitter.com/LpEna2Hmjr— 𝒱𝒾𝓇𝓊𝓈𝒽𝓀𝒶 𝓋𝒾𝒷𝑒𝓈 (@Spiritualkohli) June 28, 2025
এদিকে, ওই যুবতী সোশ্যাল মিডিয়ায় (Social Media) কিছু নোট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “আমি সত্যিই তোমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সবকিছু ভুলে যাওয়া যায় না। বিশেষ করে তুমি আমার হৃদয় এবং আবেগকে যে যন্ত্রণা দিয়েছ।” ওই নোটে তিনি একাধিক গুরুতর অভিযোগ করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। কিন্তু তুমি যেভাবে আমার মতো মেয়েদের সাথে কারসাজি করছো, হয়ত এটি সবার জন্য চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা হবে।”
Another victim has come forward with screenshots of chats and video calls involving #YashDayal 🤯 pic.twitter.com/6pqOwwyG11
— Sarcasm (@sarcastic_us) June 30, 2025
ওই যুবতী সোশ্যাল মিডিয়ায় (Social Media) আরও জানান, “আমি আশা করি তোমার পরিবার তোমাকে আনুগত্য এবং সততা সম্পর্কে কিছু শেখাবে। এটা সাফল্য নয়। সত্যিকারের সাফল্য সম্পর্কের মধ্যে স্পষ্টতা, সততা এবং বিশুদ্ধতা নিয়ে আসে। মেয়েদের প্রতি ‘ব্যবহার ও নিক্ষেপ’ মনোভাব নয়। আমি অনেক কিছু বলতে পারতাম। কিন্তু এখন আমি আরও গভীরে যেতে চাই। আমি কর্মে বিশ্বাস করি। তাই আমি তোমার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, তোমার মতো মানুষকে কর্মের করুণার ওপর ছেড়ে দেওয়া যাবে না। কারণ তুমি ঈশ্বরকেও ভয় পাও না।”
Yash Dayal? pic.twitter.com/O9jnrCss4y
— Adv Abhishek Gaharwar (@AdvAbhishekSinh) June 29, 2025
যশ দয়ালের কমেন্ট হচ্ছে ভাইরাল: এদিকে, ওই যুবতীর ইনস্টাগ্রামে (Social Media) ২০২২ সালের একটি পোস্ট দেখা গিয়েছে। যেখানে যশ দয়াল কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, “হাই লাভ”। ওই ছবিটিও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে যশ দয়ালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: “তল্পিতল্পা গোটাতে হবে”, মাস্কের নতুন দল তৈরির হুঙ্কারে কড়া জবাব ট্রাম্পের, স্পষ্ট জানালেন…..
যশ দয়াল আইনি নোটিশেরও কোনও জবাব দেননি: এর আগে, ওই যুবতী মুখ্যমন্ত্রীর পোর্টালে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। যার স্ক্রিনশট তিনি শেয়ার (Social Media) করেছিলেন। যেখানে ওই যুবতী অভিযোগ করেন যে, যশ দয়াল এর উত্তরও দিচ্ছেন না।