বাদুড়ঝোলা ভিড়ের দিন শেষ! কাজ প্রায় শেষ, শিয়ালদা ডিভিশনে জুলাই থেকেই চলবে ১২ কোচের লোকাল

   

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদা ডিভিশনের (Sealdah Devision) লোকাল ট্রেনের (Local Train) যাত্রীদের ভোগান্তি দূর করতে খুব তাড়াতাড়ি চালু করা হবে সমস্ত ১২ কোচের লোকাল ট্রেন। জুলাই মাস থেকেই এই ডিভিশনের সমস্ত ট্রেনই হবে ১২ কোচের (12 Coach)। যার জন্য চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের কাজ।

হার ফলে আগামী দিনে শিয়ালদা ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনই হবে বারো কোচের। এরফলে যাত্রীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে লোকাল ট্রেনের সফর করতে পারবেন। প্রসঙ্গত এতদিন পর্যন্ত শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় সমস্ত ট্রেন ১২ কোচের চালানো গেলেও শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় সব লোকাল ট্রেনকে ১২ কোচের চালানো সম্ভব হয়নি। কারণ এক্ষেত্রে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মকে ১২ কোচের ট্রেন ধারণের উপযোগী করে তোলাই ছিল সবচেয়ে বড় বাধা।

তবে রেল সূত্রে খবর এবার সেই লক্ষ্যেই শিয়ালদহ উত্তর এবং মেন শাখার সব রুটে ১২ কোচের ট্রেন চালানোর জন্য ৯ কোচের লোকাল ট্রেনগুলিতে আরও তিনটি করে কামরা জুড়ে ১২ কোচের ট্রেনে পরিবর্তিত করার কাজও প্রায় শেষ। এই মুহূর্তে শিয়ালদহ ডিভিশনের নারকেলডাঙা কারশেডে সেই কাজ চলছে।

জানা যাচ্ছে কাজ শেষ হলেই জুলাই মাস থেকেই শিয়ালদহ ডিভিশনে সমস্ত ১২ কোচের ট্রেন চালানো সম্ভব হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আলাদা অনুষ্ঠান করে এই পরিষেবার সূচনা করা হতে পারে। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে দৈনিক ৮৯২টি লোকাল ট্রেন চলে। শিয়ালদহ দক্ষিণ শাখায় অধিকাংশ ১২ কোচের ট্রেন চললেও উত্তর ও মেন শাখায় প্ল্যাটফর্ম সংক্রান্ত সীমাবদ্ধতার জেরে তা বেশি চালানো যেত না।

আরও পড়ুন: এত্ত ছুটি! জুলাই মাসে কবে কবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? রইল তালিকা

জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনের  ১১০টি ইএমইউ রেকের মধ্যে ন’কোচের রেক ছিল মাত্র ৩৮টি। ওই রেক  গুলির কাপলিং খুলে, নতুন কোচ জুড়ে  দিয়ে ১২ কোচে পরিবর্তিত করা হচ্ছে। এ ছাড়া, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে যে নতুন ১০টি রেকে এসেছে সেগুলিতেও বদল করা হয়েছে। তবে রেল সূত্রে খবর এর ফলে মোট ট্রেনের সংখ্যা কমবে না।

Local 1

 

এতদিন ৬, ৭ এবং ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকেই বেশিরভাগ  ১২ কোচের লোকাল ট্রেন চলত। কিন্তু রেল কর্তৃপক্ষের দাবি, নতুন ব্যবস্থায় ট্রেন চলাচল যেমন মসৃণ হবে, তেমনই ট্রেন পিছু প্রায় ১০৫০ জন যাত্রীধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে দিনে আড়াই থেকে তিন লক্ষ অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে রেল। এপ্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, ‘১২ কোচের লোকাল ট্রেন চালানো গেলে যাত্রী-স্বাচ্ছন্দ্যের উন্নতি ঘটবে। জুলাই মাস থেকেই এই সুবিধা চালু করার ব্যাপারে আমরা আশাবাদী।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর