বাংলা হান্ট ডেস্ক : শহরবাসী হা-পিত্যেশ হয়ে বসে রয়েছে হাওড়া মেট্রোর (Kolkata Metro) জন্য। কবে শুরু হবে তাই নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে নেট পাড়ায়। এদিকে খবর আসছে যে, শীঘ্রই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের বাণিজ্যিক পরিষেবা শুরু করবে মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। এছাড়া খবর এসেছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ নিয়েও।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, এই অংশে মেট্রো কবে শুরু হবে তাই নিয়ে গুঞ্জন তো চলছেই। কিন্তু জানা যাচ্ছে যে শিয়ালদহ পর্যন্তও কানেকটিভিটি পাওয়া যাবে জলদিই। আগে হাওড়া থেকে শহর কলকাতার সংযোগ হবে কিন্তু তার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে শিয়ালদহ অংশে।
আপাতত যা জানা যাচ্ছে তা হলো, সব ঠিকঠাক থাকলে আগামী 2024 এর শুরুর দিকে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশেও মেট্রো চালু হয়ে যাবে। শুরুতে ওই 2.5 কিমি অংশের ট্রায়াল রান চলবে, তারপরই বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করবে কলকাতা মেট্রো। এখন যেমন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রায়াল রান চলছে, ফলে এই অংশে যে জলদিই মেট্রো শুরু হবে তা আর বলে দেওয়ার দরকার নেই।
আরও পড়ুন : iPhone-র দায়িত্ব নেওয়াই কাল হল!উইনস্ট্রনের কোটি কোটি টাকার লোনও শোধ করতে হবে টাটাকে
প্রশ্ন ওঠছে ঠিক কবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। বিষয়টি নিয়ে মুখ খোলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এক প্রেস কনফারেন্সে তিনি বলেন ‘বউবাজারে যে কাজ বাকি আছে, সেটা শীঘ্রই শেষ করা হবে। নয়া বছরের শুরুতেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর ট্রায়াল রান শুরু হতে পারে। ২০২৪ সালের জুনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।’
আরও পড়ুন : স্বাধীনতার পর প্রথম জ্বলল দীপাবলির প্রদীপ! ৭৫ বছর পর আলোর উৎসবে মাতল কাশ্মীরের এই মন্দির
এতদিন শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রোর কাজ আটকেছিল বউবাজারের অংশ। সেখানে বিপর্যয় হওয়ার পর থেকেই টাইমলাইন সম্প্রসারণ করতে বাধ্য হয় মেট্রো রেল। কিন্তু এবার সেই বিপর্যয় কাটিয়ে কাজ শুরু হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, একটি টানেলে লাইন পাতার কাজও শুরু হয়েছে।