বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। ভিড় সামলাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল শিয়ালদহ রেল ডিভিশন (Sealdah)। রেল ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ট্রায়াল সম্পন্ন হয়েছে। রেল ডিভিশনের তরফ থেকে আরও জানানো হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার, সোনারপুর ও বালিগঞ্জ এলাকার মধ্যে এই ট্রেন চলাচল করবে। এই ঘোষণা হওয়ার পর যাত্রীরা সকলেই খুশি হয়েছে।
ভিড় সামলাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় বাড়ছে আরও লোকাল ট্রেন (Sealdah)
বাড়ছে ট্রেনসংখ্যা। অফিস টাইমে উপচে পড়া ভিড় সামলাতে এবার নতুন পদক্ষেপ নিল শিয়ালদহ রেল ডিভিশন। সূত্রের খবর, অফিস টাইমের ভিড় সামলাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় নতুন ট্রেন নামানোর সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড। উল্লেখ্য, সম্প্রতি ভিড় সামাল দিতে দমদম ক্যান্টনমেন্ট- বনগাঁও রুটে নতুন পাঁচটি ট্রেন চালু করেছিল শিয়ালদহ ডিভিশন। এবার একইভাবে দক্ষিণ শাখায় ট্রেন সংখ্যা বাড়ার হল।
শিয়ালদহ রেল ডিভিশনের তরফ থেকে জানা যায়, ইতিমধ্যেই এই ট্রায়ের সম্পূর্ণ হয়েছে। এবার থেকে ভোর ৫টায় সোনারপুর থেকে ছাড়বে একটি ডায়মন্ড হারবার লোকাল। যা পৌঁছবে ৬ টা বেজে ৫ মিনিটে। পাশাপাশি ডায়মন্ড হারবার থেকে চলবে একটি বালিগঞ্জ লোকাল। এটি ডায়মন্ড হারবার সকাল ৬.৩০ টায় ছাড়বে। এই ট্রেনটি বালিগঞ্জ পৌঁছবে ৭টা বেজে ৫৬ মিনিটে। পাশাপাশি, বারাসত থেকে ছাড়বে বসিরহাট লোকাল সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে। পৌঁছবে সাড়ে ৭টায়। বসিরহাট থেকে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে আরও একটি ট্রেন। যেটি বারাসত পর্যন্ত যাবে।
মূলত এই তিনটে নতুন লোকাল ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, সোনারপুর, বালিগঞ্জ এলাকার মধ্যে চলাচল করবে। এই পদক্ষেপ নেওয়ার ফলে দক্ষিণ শাখার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেন সংখ্যা বাড়ানোর ফলে অফিস টাইমের ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রনে আনা যাবে।
আরও পড়ুন: ‘বিজ্ঞপ্তি দিন, বাকিটা কোর্ট দেখে নেবে’, ছাত্র ভোট নিয়ে রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের
রেল কর্তৃপক্ষ নতুন ট্রেন বাড়ানোর পাশাপাশি অন্যান্য ট্রেনগুলি সময়সূচিত পরিবর্তন এনেছে। যার ফলে যাত্রীরা আরও সহজে যাতায়াত করতে পারবেন। প্রসঙ্গত সাম্প্রতিক উপচে পড়া ভিড়ের ভয়াবহ পরিনাম দেখেছে মুম্বাই লোকাল। গত মাসে শুরুর দিকেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ের কারণে ট্রেন থেকে ছিটকে পড়ে যায় বেশ কয়েকজন যাত্রী। সেই সময় পাশের লাইন থেকে একটি অন্য ট্রেন যাচ্ছিল। যার জেরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয় ৪ যাত্রীর। আর এই ভয়াবহ ঘটনার পর ট্রেনের ভিড় সামাল দিতে দেশজুড়ে ট্রেন বাড়ানো নিয়ে তৎপর হয়েছে রেলমন্ত্রক।