বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হল রেলপথ। প্রতিদিনই ক্রমশ বাড়ছে ট্রেনের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সঠিক এবং সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে।
ইতিমধ্যেই কেন্দ্রের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় কলকাতা সহ কৃষ্ণনগর, ক্যানিং, চাঁদপাড়া, কল্যাণী, শান্তিপুর, সোনারপুর, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরি, নৈহাটি, ব্যারাকপুর, দমদম, বনগাঁ, কল্যাণী ঘোষপাড়া সহ রাজ্যের আরও একাধিক স্টেশনে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হবে।
সেই রেশ বজায় রেখেই এবার রাজ্যের অন্যতম বৃহত্তম স্টেশন শিয়ালদহকে ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছে রেল। প্রসঙ্গত উল্লেখ্য যে, শিয়ালদহ স্টেশন দেশের একটি ব্যস্ততম স্টেশন হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, এই স্টেশনেরই আমূল পরিবর্তন করতে চলেছে রেল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার শিয়ালদহ রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা টিনের শেড বদলে ফেলা হবে। শুধু তাই নয়, ওই স্টেশনের ছাদ জুড়ে তৈরি করা হবে রুফ প্লাজাও।
এদিকে, নজর দেওয়া হবে স্টেশনের সামগ্রিক সৌন্দর্যায়নের দিকেও। আর সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রসঙ্গে। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে চকচকে প্ল্যাটফর্মের পাশাপাশি অত্যাধুনিক ওয়েটিং রুম তৈরি করা হবে। এর পাশাপাশি নতুন করে তৈরি হবে ওয়েটিং হল, টয়লেট এবং বিশেষভাবে সক্ষমদের সুবিধার জন্য থাকবে এস্কেলেটরের ব্যবস্থাও।
এছাড়াও, স্টেশনের সমস্ত লাইনের নিচ থেকে পাথর সরিয়ে তা কংক্রিটের করা হবে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি স্টেশনে নতুন করে একটি প্রবেশ পথ তৈরি করা হবে। অন্যদিকে বাইরের দিকে যাওয়ার পথ আরও প্রশস্ত করা হবে। এমতাবস্থায়, এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম দীপক নিগম।