ঠিক যেন এয়ারপোর্ট! এবার ভালো পাল্টে যেতে চলেছে শিয়ালদহ স্টেশনের, যাত্রীরা পাবেন বিশ্বমানের সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রীসংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। ঠিক সেই আবহেই এবার এক বড় তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে শিয়ালদহ (Sealdah Station) সহ রাজ্যের ২৮ টি রেল স্টেশনের ভোল রীতিমতো পাল্টে যাচ্ছে।

মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দের দিকটি মাথায় রেখে ধাপে ধাপে এই রেলস্টেশনগুলিতে পরিকাঠামোগত উন্নতিতে জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পে বাংলার মোট ৯৫ টি রেল স্টেশন স্থান পেয়েছে। যেখানে ফুড কোর্ট থেকে শুরু করে শপিং মল এবং বাচ্চাদের খেলাধূলার জায়গায় পাশাপাশি নির্মাণ করা হবে রুফ প্লাজাও।

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন। এই প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে দেশের ৫০৮ টি রেলস্টেশনকে পুনরায় ঢেলে সাজানো হবে। ইতিমধ্যেই, সাংবাদিক বৈঠকের মাধ্যমে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অলক প্রসাদ দ্বিবেদি এই বিষয়টি সামনে এনেছেন।

এমতাবস্থায়, এই প্রকল্পে প্রথমে পূর্ব রেলের অধীনে থাকা ২৮ টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে আসানসোল ডিভিশনের ৫ টি স্টেশন ছাড়াও হাওড়া ডিভিশনের ৯ টি স্টেশন, মালদহ ডিভিশনের ৭ টি এবং শিয়ালদহ ডিভিশনের ৭ টি স্টেশন রয়েছে।

এদিকে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই ২৮ টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে নতুন করে ঢেলে সাজাতে মোট ১,১৮৭ কোটি টাকা খরচ করবে রেল। যার মধ্যে সবথেকে বেশি খরচ করা হবে আসানসোল স্টেশনের জন্য। জানা গিয়েছে, শুধুমাত্র ওই স্টেশনেই ৪৩১ কোটি টাকা খরচ করবে রেল।

Sealdah station is going to change for the better

পাশাপাশি, রাজ্যের গুরুত্বপূর্ণ এবং অন্যতম ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহের ভোলও এবার পাল্টে যেতে চলেছে। শুধু তাই নয়, স্টেশনটিকে ঢেলে সাজানোর পর সেটি কেমন দেখতে হবে সেই বিষয়ে কিছু ছবিও সামনে এসেছে। যেগুলি দেখার পর রীতিমতো অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকেই। এই প্রকল্পের মাধ্যমে স্টেশনের প্রবেশপথ থেকে শুরু করে প্ল্যাটফর্ম, শৌচাগার ও বিশ্রামকক্ষ সব কিছুতেই বদলের ছোঁয়া লাগবে। জানা গিয়েছে এই কাজের জন্য মোট বরাদ্দ হয়েছে ২৭ কোটি টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর