ভোগান্তির দিন শেষ, নির্দিষ্ট রুটের ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম, বড় উদ্যোগ শিয়ালদহ স্টেশনে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহ (Sealdah Station)। প্রতিদিন কয়েক লক্ষ মানুষের যাতায়াত হয় এই রেলস্টেশনে। বিভিন্ন লাইনে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনও চলাচল করে এই স্টেশনে। আর এদিকে বিরাট স্টেশনে এতগুলি প্ল্যাটফর্মে (Platform) কোনটায় কোন ট্রেন আসবে তা নিয়ে ভোগান্তির এক শেষ হতে হয় নিত্যযাত্রীদের।

শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) যাত্রীদের জন্য বড় উদ্যোগ

নতুন যাত্রী থেকে ডেইলি প্যাসেঞ্জার, শিয়ালদহের (Sealdah Station) ঢুকে একবারও আতান্তরে পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে, তা খুঁজতে স্টেশনের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াতেই সময় চলে যায়। তবে এবারে আর যাত্রীদের এই সমস্যায় পড়তে হবে না। শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) প্রতিটি রুটের ট্রেনের জন্য এবার নির্দিষ্ট করে দেওয়া হল প্ল্যাটফর্ম।

Sealdah station marks platforms for train routes

কোন প্ল্যাটফর্মে আসবে কোন ট্রেন: এক থেকে পাঁচ এবং পাঁচ থেকে দশের মধ্যে প্ল্যাটফর্মগুলিতে কোন রুটের ট্রেন আসবে তা এবার নির্দিষ্ট করে দেওয়া হল। এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মগুলি (Sealdah Station) নির্দিষ্ট করা হয়েছে মেন লাইনের লোকাল ট্রেনগুলির জন্য। কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে, ব্যারাকপুর এর মতো লোকাল ট্রেনগুলি আসবে এই প্ল্যাটফর্মগুলিতে (Sealdah Station)। প্ল্যাটফর্ম ৫ থেকে ৮ নির্দিষ্ট করা হয়েছে মূলত ডানকুনি, বারুইপাড়ার মতো সিসিআর শাখার ট্রেনগুলির জন্য নির্দিষ্ট করা হয়েছে।

আরও পড়ুন : উচ্চশুল্কের যোগ্য প্রত্যুত্তর! “মেক ইন ইন্ডিয়া”-তে ভরসা রেখে মার্কিন যুদ্ধবিমান কেনার প্রস্তাব ফেরাল ভারত

এক একটি রুটের জন্য প্ল্যাটফর্ম নির্দিষ্ট: সেন্ট্রাল শাখার সাবার্বান অঞ্চলের ট্রেনগুলি যেমন বনগাঁ, হাবড়া, দত্তপুকুর, হাসনাবাদ, ঠাকুরনগর, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রাম লোকালের জন্য নির্দিষ্ট করা হয়েছে প্ল্যাটফর্ম ৬ থেকে ১০ এর জন্য। অন্যদিকে প্ল্যাটফর্ম ৯ এবং ১১ থেকে ১৪ ঠিক করা হয়েছে মূলত মেল ট্রেন এবং এক্সপ্রেসের জন্য।

আরও পড়ুন : ধুঁকছে ইলিশ বাজার, চড়া দাম ‘চুনোপুঁটি’দেরও, পদ্মার রূপোলি শষ্য কি এবারও দিবাস্বপ্ন?

শিয়ালদহ (Sealdah Station) দক্ষিণ শাখার সাবার্বান ট্রেনগুলি আসবে প্ল্যাটফর্ম ১৫ থেকে ২১ এর জন্য। সাধারণ যাত্রীদের যাতে আর ভোগান্তির মুখে পড়তে না হয় তার জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।