বড় খবর! মিউচুয়াল ফান্ডের নিয়মে পরিবর্তন করল SEBI, প্রভাবিত হবেন বিনিয়োগকারীরা?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শেয়ার বাজার রেগুলেটর SEBI এবার মিউচুয়াল ফান্ড এবং স্টক ব্রোকারদের সঙ্গে সম্পর্কিত নিয়মাবলীতে বড় ধরনের পরিবর্তন অনুমোদন করেছে। এই পরিবর্তনের লক্ষ্য হল নিয়মাবলী সহজ করা, বিনিয়োগকারীদের খরচ কমানো এবং আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিগত কয়েক বছরে এটি সবথেকে বড় রেগুলেটরি পরিবর্তন হতে চলেছে বলেও অনুমান করা হচ্ছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা।

মিউচুয়াল ফান্ডের নিয়মে পরিবর্তন করল SEBI:

বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জানিয়ে রাখি যে, SEBI মিউচুয়াল ফান্ড সম্পর্কিত নিয়মাবলি পুনর্লিখনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে নতুন ‘SEBI (মিউচুয়াল ফান্ড) রেগুলেশন, 2026’ প্রবর্তিত হবে। এদিকে, পুরনো নিয়মে বিভিন্ন সার্কুলারে যেসব বিষয় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলিকে এক জায়গায় একত্র করা হবে। যাতে বিনিয়োগকারীদের বুঝতে সহজ হয়। SEBI জানিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষা সম্পর্কিত মৌলিক নিয়মগুলি একই থাকব।, তবে বোঝার ভাষাটি সহজ হবে এবং তথ্য আরও স্পষ্টভাবে দেওয়া হবে।

SEBI has made changes to the rules of mutual funds.

এক্সপেন্স রেশিও-তে পরিবর্তন: বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি মিউচুয়াল ফান্ডের ব্যয় অর্থাৎ এক্সপেন্স রেশিও সম্পর্কিত। SEBI এখন এটিকে ‘বেস এক্সপেন্স রেশিও’ নাম দিয়েছে। এর অর্থ হল, জিএসটি, স্ট্যাম্প ডিউটি ​​এবং ট্রানজাকশন ট্যাক্সের মতো সরকারি চার্জ এবার আলাদাভাবে দেখানো হবে। এর ফলে বিনিয়োগকারীদের তাঁদের অর্থ কোথায় ব্যয় করা হচ্ছে তার একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে। এছাড়াও, বিভিন্ন ধরণের ফান্ডের জন্য বেস এক্সপেন্স রেশিওর সীমা হ্রাস করা হয়েছে। ক্লোজড-এন্ড ইক্যুইটি ফান্ড থেকে শুরু করে ডেট ফান্ড, ইনডেক্স ফান্ড এবং ইটিএফের মতো বিকল্পগুলির জন্য ম্যানেজমেন্ট ফি কম হবে। বিনিয়োগকারীরা এর সরাসরি সুবিধা পাবেন। কারণ দীর্ঘমেয়াদে রিটার্ন আরও ভালো হতে পারে।

ব্রোকারেজ চার্জ হ্রাস: এদিকে, SEBI ক্যাশ এবং ডেরিভেটিভ মার্কেটে সর্বোচ্চ ব্রোকারেজ সীমাও হ্রাস করেছে। এর ফলে ব্রোকাররা আর শেয়ার ক্রয়-বিক্রয় এবং ফিউচার এবং অপশন ট্রেডিংয়ের জন্য উচ্চ ফি নিতে পারবে না। এর ফলে ক্ষুদ্র ও খুচরো বিনিয়োগকারীদের ট্রেডিং খরচ কমবে এবং তারা আরও আত্মবিশ্বাসের সাথে বাজারে অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: ফের বাজিমাত মুকেশ আম্বানির! এবার এই জনপ্রিয় কোম্পানিও রিলায়েন্সের দখলে

ডিম্যাট এবং শেয়ার ট্রান্সফার দ্রুততর হবে: লিস্টিংয়ের পরবর্তী প্রক্রিয়াটিও সহজ করা হয়েছে। এবার অনেক ক্ষেত্রে, কনফার্মেশন লেটারের আর প্রয়োজন হবে না এবং শেয়ারগুলি সরাসরি ডিম্যাট অ্যাকাউন্টে আরও দ্রুত জমা হবে। যে প্রক্রিয়াটির ক্ষেত্রে আগে মাসের পর মাস সময় লাগত, এখন তা কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন: কুয়াশার কারণে চতুর্থ T20 ম্যাচ বাতিল হতেই ভুল বুঝতে পারল BCCI? এবার নেওয়া হবে বড় পদক্ষেপ

IPO এবং বন্ড বিনিয়োগ আরও সহজ হবে: IPO-তে বিনিয়োগকারীদের জন্যও সুখবর সামনে এসেছে। SEBI একটি সংক্ষিপ্ত এবং সহজ প্রসপেক্টাস চালু করছে। যা সাধারণ বিনিয়োগকারীদের কোম্পানির উদ্দেশ্য এবং এর জন্যে জড়িত ঝুঁকিগুলি দ্রুত বুঝতে সাহায্য করবে। এর ফলে লম্বা ডকুমেন্ট পড়ার প্রয়োজন কম হবে। একইসঙ্গে, কর্পোরেট বন্ড বাজারকে উৎসাহিত করার জন্য, SEBI নির্দিষ্ট বিনিয়োগকারীদের অতিরিক্ত সুদ বা ছাড় পাওয়ার ক্ষেত্রেও অনুমতি দিয়েছে। যেটি খুচরো বিনিয়োগকারীদের বন্ডে বিনিয়োগের জন্য আকৃষ্ট করতে পারে।