রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প রাস্তা কী? যানজট এড়াতে জেনে রাখুন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহান্তে ফের বদলাতে চলেছে কলকাতার ট্রাফিক চিত্র। রবিবার দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) সকাল থেকে আট ঘণ্টা বন্ধ থাকতে চলেছে। এ বিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সেতুতে (Second Hooghly Bridge) দ্বিমুখী যান চলাচল বন্ধ থাকবে। দুপুর দুটোর পর থেকে ফের খুলে যাবে সেতু।

রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)

দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বন্ধ থাকায় বিকল্প রাস্তার হদিশও দিয়েছে কলকাতার পুলিশের ট্রাফিক বিভাগ। জানা যাচ্ছে, সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য যানচলাচল বন্ধ রাখা হবে। প্রশাসনিক সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) সাসপেনশন কেবল, রোড সারফেস, লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন করা হবে এই সময়।

Second Hooghly bridge will again remain closed on Sunday

কারা রক্ষণাবেক্ষণ করে সেতু: বর্তমানে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স এর অধীনে রক্ষণাবেক্ষণ করা হয় বিদ্যাসাগর সেতু। মূলত হুগলি নদীর উপরে সেতু (Second Hooghly Bridge) নির্মাণ এবং তার রক্ষণাবেক্ষণের জন্যই ১৯৬৯ সালে তৈরি হয় পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা। এই সংস্থাটিই বর্তমানে দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের দায়িত্বে রয়েছে।

আরও পড়ুন : সাতদিন ধরে বাতিল ট্রেন, বদলাচ্ছে টাইম টেবিল, হাওড়া ডিভিশনে বড় ঝামেলার সম্মুখীন যাত্রীরা

বিকল্প রাস্তা কী: রবিবার এই সংস্থা এবং কলকাতা পুলিশের তরফে যৌথ ভাবে রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে জানা যাচ্ছে। সেতু (Second Hooghly Bridge) বন্ধ থাকায় বিকল্প রুটের নির্দেশিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন : ষষ্ঠ শ্রেণি পেরোনোর আগেই ধরা পড়ে ক্যানসার, ৮২ টি কেমো নিয়ে উচ্চমাধ্যমিকে নবম অদ্রিজা

এ বিষয়ে পুলিশের এক কর্তা জানান, সেতুর নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী হওয়ার জন্য রক্ষণাবেক্ষণ জরুরি। এজন্য নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, রবিবার সকালে থেকে আট ঘণ্টা বন্ধ থাকলেও বিকেল থেকে ফের স্বাভাবিক হবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল।