রবিবার ঘুরতে যাওয়ার প্ল্যান? ৮ ঘন্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু! বিকল্প রুট থেকেই পথে নামুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভোগান্তির নাম বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। কয়েক সপ্তাহ ধরেই রবিবারে বন্ধ করে দেওয়া হচ্ছে এই সেতুতে যান চলাচল। আগামী রবিবার, ২৩ নভেম্বরে আবারও একবার বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের তরফে রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত স্টে কেবল এবং বেয়ারিং বদলের জন্যই এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)

সপ্তাহান্তে অফিসের ভিড় না থাকলেও অনেকেই রবিবার ঘুরতে যান বা অন্যান্য কাজে যান। তাই সেতু বন্ধ থাকলেও যাতে যান চলাচলে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য ট্রাফিক সামলাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার সকাল থেকেই একাধিক বিকল্প রুটের ব্যবস্থা করে রাখছে কলকাতা পুলিশ।

Second Hooghly bridge will be closed again on Sunday

বিকল্প রুট জানাল পুলিশ: জানা যাচ্ছে, মূলত এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড, বিদ্যাসাগর সেতুর (Second Hooghly Bridge) এই পথ দিয়ে পশ্চিমমুখী যান আর চলাচল করতে পারবে না। হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি। সেখান থেকেই যাওয়া যাবে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড বা হাওড়া ব্রিজের দিকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেপি রোড, জিরাট আইল্যান্ড রুটের সব পশ্চিমমুখী গাড়ি ১১ ফার্লং গেট ঘুরে, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন : শীতের সন্ধ্যায় হালকা খিদে? বাড়িতেই বানান দোকানের মতো মুচমুচে ফুলকপির পকোড়া, রইল স্পেশাল টিপস

কী জানাল কলকাতা পুলিশ: সিজিআর রোড খিদিরপুর পূর্বমুখী গাড়িগুলিকে ঘোরানো হবে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে। সেদিকে বাঁক নিয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে শহরের দিকে প্রবেশ করতে হবে। অন্যদিকে কেপি রোড, পূর্ব দিকে যাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট হয়ে ১০ ফার্লং গেট ঘুরিয়ে রেড রোড ধরে স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজে পাঠানো হবে বলে খবর।

আরও পড়ুন : কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বেই পাহাড়-নদী-জঙ্গল, নামমাত্র খরচে উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ এই জায়গা

বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বন্ধ রাখা হচ্ছে যান চলাচল। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, রবিবার ওই সময়টাতে রাস্তায় বেরোলে বিকল্প রুট জেনে তবেই যেতে। উপরন্তু যেহেতু সেতু বন্ধ থাকছে, তাই শহরের দক্ষিণ ও পশ্চিম অংশে ট্রাফিকও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।