সপ্তাহান্তে বড় ভোগান্তি, ফের বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে জেনে রাখুন বিকল্প রাস্তা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি সপ্তাহের শেষেও ভোগান্তি হতে পারে শহরবাসীর। কারণ আগামী ১১ এবং ১২ অক্টোবর আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেতু বন্ধের খবর। সেই সময় ঘুরপথে কোন রাস্তা দিয়ে যান চলাচল করবে সেটাও উল্লেখ করা হয়েছে পুলিশের বিজ্ঞপ্তিতে।

দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বন্ধ থাকছে সপ্তাহান্তে

কেবল ও বিয়ারিং বদল করা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর। এর জেরে আগামী শনি এবং রবিবার আংশিকভাবে বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। এই দুদিন দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) যান নিয়ন্ত্রণ করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পুলিশের তরফে। কতক্ষণ বন্ধ থাকবে সেতু?

Second Hooghly bridge will be closed in weekends

কতক্ষণ বন্ধ থাকবে সেতু: বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। অন্যদিকে রবিবার দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিদ্যাসাগর সেতুতে। এই সময় ঘুরপথে চলাচল করবে গাড়ি।

আরও পড়ুন : বিহারের পর বঙ্গেও SIR! ১১ টির মধ্যে কোন কোন নথি হাতে রাখতে হবে? হয়ে যান সতর্ক

কোন রাস্তা দিয়ে ঘুরবে গাড়ি: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এজেসি বোস রোড থেকে জিরাটমুখী গাড়িগুলি বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge) এড়িয়ে টার্ফ ভিউ রোড, হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ থেকে ডানদিক হয়ে ঘুরে যাবে। কেপি রোড হয়ে আসা পশ্চিম দিকে যাওয়া গাড়িগুলি ১১ নং ফার্লং গেট রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠবে গাড়িগুলি।

আরও পড়ুন : সোনা-রূপোর দামে রেকর্ড বৃদ্ধি, আগামী কয়েক মাসে কততে পৌঁছাবে দর? ভয়ঙ্কর কথা শোনালেন বিশেষজ্ঞরা

খিদিরপুর থেকে পূর্বমুখী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে আসবে। ওয়াই পয়েন্টের ঘোড়া পাস দিয়েও গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে, যেগুলি কেপি রোড এবং রেড রোড হয়ে হাওড়ার দিকে যেতে পারবে।