আগামীকাল থেকেই দ্বিতীয় দফার SIR! শুরু হবে বঙ্গেও, দেখে নিন তালিকা এবং শিডিউল

Published on:

Published on:

Second round of SIR starts tomorrow.

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান! দেশজুড়ে SIR-এর দ্বিতীয় দফার ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘোষণা করেন। জানিয়ে রাখি যে, SIR-এর প্রথম দফায় শুধুমাত্র বিহারে এটি সম্পন্ন হয়। তবে, দ্বিতীয় দফায় দেশের ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে SIR। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।

আগামীকাল থেকেই দ্বিতীয় দফার SIR:

এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে, বিহারে SIR-এর অগ্রগতির ওপর ভিত্তি করে, নির্বাচিত রাজ্যগুলিতে SIR শুরু করা হবে। তিনি আরও বলেন যে, প্রতিটি ভোটকেন্দ্রে ১,০০০ জন ভোটার থাকবে এবং আগামী মঙ্গলবার থেকেই SIR-এর দ্বিতীয় দেখার জন্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ শুরু হবে।

কোথায় কোথায় শুরু হবে SIR: উল্লেখ্য যে, SIR-এর দ্বিতীয় ধাপ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে। যার মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন: তৎকাল ভিসার জন্য আবেদন বাবা-মা’র! ICU-তে রয়েছেন শ্রেয়স, বিবৃতি জারি করে কী জানাল BCCI?

SIR-এর সময়সূচি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন যে SIR-এর দ্বিতীয় পর্যায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হবে। প্রিন্টিং এবং ট্রেনিং ২৮ অক্টোবর ২০২৫ থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। ৪ নভেম্বর, ২০২৫ থেকে ৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে উপস্থাপন করা হবে। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ।

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল খোদ থানার SI-র বিরুদ্ধে, চাঞ্চল্য মুর্শিদাবাদে

উল্লেখ্য যে, বিহারে ভোটার তালিকার জন্য SIR প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রায় ৭.৪২ কোটি নাম সম্বলিত চূড়ান্ত তালিকা ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। জানিয়ে রাখি যে, বিহারে আগামী ৬ এবং ১১ নভেম্বর ২ টি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হবে। যার ফলাফল আগামী ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।