খাদ্য সচিবের পর বদলে দেওয়া হল স্বাস্থ্যসচিবকে, নির্দেশিকা জারি করল নবান্ন

বাংলাহান্ট ডেস্ক : এবার করোনা(corona) পরিস্থিতিতে বদল হলো স্বাস্থ্যসচিবের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব বিবেক কুমারের(bibek kumar) বদলে নতুন স্বাস্থ্যসচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম।পরিবেশ দফতরের সচিব করার হয়েছে বিবেক কুমারকে। এদিন নবান্ন এক নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানায়। এর আগে অবশ্য বদল হয়েছিলো খাদ্যসচিবের আর এবার বদল হলো স্বাস্থ্যসচিব। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেকদিন ধরেই বিজেপির নেতা মন্ত্রীরা অনেক কথা শোনান। মাস্ক, পিপিই-র জন্যঅনেক ক্ষেত্রে নার্সরাও অভিযোগ জানিয়েছেন। আর তার মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা। নবান্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে হয়েছে টিসি এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মমতার কর্মসূচি

এর আগে প্রায় ২৭১ জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে এবং প্রায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে ।বিজেপি বারবার দুর্নীতি ও মজুতের অভিযোগ করে। রেশন দোকানের পরিবর্তে তৃণমূলের স্থানীয় কার্যালয় থেকে চাল, গম বিলি হচ্ছে বলে খবর মেলে। তাতেও কঠোর পদক্ষেপ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষকে নিশ্চিন্ত থাকতে বলে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি জানান , “যতদিন তিনি আছেন বাংলার কোনও মানুষকে অসহায় বোধ করার প্রয়োজন নেই । তিনি আরো বলেন সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তিনি পাশে আছেন”। আর এখনো তিনি সেই প্রমান দিচ্ছেন।

mamata banerjee 4pti jpg image 975 568

মমতার নতুন পদক্ষেপ
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছে, চতুর্থ দফায় লকডাউনে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বাড়ি ফিরছে পরিযায়ী শ্রমিকরা। আর এই অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরতেই এই নতুন পদক্ষেপ মমতার।


সম্পর্কিত খবর