৫,০০০ টাকা নিশ্চিত পেনশন! মোদি সরকারের এই প্রকল্পে ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই আবেদন করুন

Published on:

Published on:

Secure future with Atal Pension Scheme

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে অনিশ্চিত কাজের বাজার, আয়-ব্যয়ের টানাপোড়েন, আর ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এই আবহে মোদি সরকারের ‘অটল পেনশন যোজনা’ (Atal Pension Scheme) হয়ে উঠছে বহু সাধারণ মানুষের আস্থার জায়গা। ১৮ থেকে ৪০ বছর বয়সীদের জন্য এই স্কিমে মাসে মাত্র ₹২০০ মতো জমালেই ৬০ বছর বয়স থেকে পাওয়া যাবে গ্যারান্টি সহ মাসিক পেনশন (monthly pension)।

যাঁরা দিনমজুর, শ্রমিক, হকার, পরিচারিকার মতো অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাঁদের জন্য এই স্কিম (Atal Pension Scheme) কার্যত আশীর্বাদ। শর্ত একটাই, ১৮ থেকে ৪০-এর মধ্যে বয়স হতে হবে এবং একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদন করা যাবে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে, আবার অনলাইনেও (APY online apply)।

ফর্মে নিজের নাম, আধার কার্ড ও নমিনি (nominee) সংক্রান্ত তথ্য জমা দিলেই নাম নথিভুক্ত হবে। তারপর মাসে নির্দিষ্ট অঙ্ক কেটে রাখা হবে, যার ভিত্তিতে ৬০ বছর বয়স থেকে পেনশন শুরু হবে ₹১,০০০ থেকে ₹৫,০০০ পর্যন্ত।

মৃত্যুর পরেও নমিনি টাকা পাবেন এই স্কিমে । Atal Pension Scheme

এই স্কিমে সবচেয়ে বড় ভরসা—মৃত্যুর পরও পেনশনের টাকা বন্ধ হয় না। অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে তাঁর স্বামী/স্ত্রী বা মনোনীত ব্যক্তিই পেনশনের টাকা পেয়ে যাবেন। ফলে শুধুমাত্র নিজের জন্য নয়, পরিবারের সুরক্ষারও এক নিশ্চিন্ত দিশা দেয় এই যোজনা।

করছাড়ের সুবিধাও মিলবে

শুধু ভবিষ্যতের পেনশন নয়, এই স্কিমে বিনিয়োগ করলে আয়করে (income tax benefit) ছাড়ও পাওয়া যায়। ৮০CCD(1B) ধারা অনুযায়ী বছরে ₹৫০,০০০ পর্যন্ত করছাড়ের সুযোগ রয়েছে। অর্থাৎ, একদিকে মাসিক পেনশন, অন্যদিকে সঞ্চয় ও করছাড়—সব মিলিয়ে এটি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাছে কার্যত ‘ফিনান্সিয়াল সুরক্ষা কভার’।

Secure future with Atal Pension Scheme

আরও পড়ুনঃ সামরিক অবস্থান থেকে শিক্ষার হার, নীতি আয়োগের রিপোর্টে উজ্জ্বল বাংলা, আনন্দে আত্মহারা হয়ে মুখ্যমন্ত্রী বললেন….

ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিতে এখন এই স্কিম (Atal Pension Scheme) নিয়ে সচেতনতা বাড়ছে। বহু মানুষই প্রতিদিন এই যোজনায় নাম লেখাচ্ছেন। বিভিন্ন রাজ্যে জনধন অ্যাকাউন্টধারীদের এই স্কিমে যুক্ত করার প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘অটল পেনশন যোজনা (Atal Pension Scheme) দেশের ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা নিচ্ছে।’’