বাংলা হান্ট ডেস্কঃ ফের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় ফাঁক। রবিবার কর্নাটকের (Karnataka) মাইসুরুতে রোড শো চলাকালীন নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) গাড়ি লক্ষ্য করে ছোড়া হল আস্ত মোবাইল। তবে ভাগ্যক্রমে তা প্রধানমন্ত্রীর হাতে না লাগলেও হাতের একেবারে সামনে দিয়ে বেরিয়ে গিয়ে গাড়ির বনেটে পড়ে।
তবে এভাবে বারংবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ে ভাঙ্গন ধরায় উঠছে প্রশ্ন। পাশাপাশি মোবাইলটি প্রধানমন্ত্রীর গায়ে লাগলে বড়সড় দুর্ঘটনা ঘটত বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। সে লক্ষ্যে প্রচারে রবিবার সেখানের বিভিন্ন জায়গায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই ঘটে এই ভয়ংকর ঘটনা।
ঠিক কি ঘটেছিল? জানা যাচ্ছে, গতকাল রাতে মাইসুরুর কেআর সার্কেলের কাছে রোড শোতে ছিলেন মোদী। একটি ছোট টেম্পো সাজিয়ে রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী ছিলেন গাড়িতে। তার সঙ্গে দুই নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াও আর দু’জন বিজেপি নেতা উপস্থিত ছিলেন সেই সময়।
মোদীর গাড়ি যেই রাস্তা ধরে যাচ্ছে তার দু’ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। সেই সময়ই প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ফুলের পাশাপাশি উড়ে আসে একটি মোবাইল। যন্ত্রটি মোদীর হাতে না লাগলেও হাতের সামনে দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনা ঘিরে যথেষ্টই উত্তেজনার সৃষ্টি হয়।
#WATCH | Security breach seen during Prime Minister Narendra Modi’s roadshow, a mobile phone was thrown on PM’s vehicle. More details awaited. pic.twitter.com/rnoPXeQZgB
— ANI (@ANI) April 30, 2023
ঘটনা প্রধানমন্ত্রীর নজরে আসতেই শোরগোল পরে যায়। পরে খোঁজ চালিয়ে কর্ণাটক পুলিশ দাবি করেছে, এক মহিলা বিজেপি সমর্থক ‘উত্তেজনার বশে’ মোবাইল ছুড়ে দিয়েছিলেন। তার কোনও বাজে উদ্দেশ্য ছিল না।